Country

2 weeks ago

PM Modi election rally in Gaya: দলিত, বঞ্চিত ও অনগ্রসরদের অধিকার ও মর্যাদাপূর্ণ জীবন দিয়েছে এনডিএ : প্রধানমন্ত্রী

PM Modi (File Picture)
PM Modi (File Picture)

 

গয়া, ১৬ এপ্রিল: দলিত, বঞ্চিত ও অনগ্রসরদের অধিকার ও মর্যাদাপূর্ণ জীবন দিয়েছে শুধুমাত্র এনডিএ। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "দলিত, বঞ্চিত ও অনগ্রসর শ্রেণীর নামে কংগ্রেস ও আরজেডি শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য কাজ করেছে। কিন্তু, দলিত, বঞ্চিত ও অনগ্রসরদের অধিকার ও মর্যাদাপূর্ণ জীবন দিয়েছে শুধুমাত্র এনডিএ।" মঙ্গলবার সকালে বিহারের গয়ায় এক নির্বাচনী জনসভায় অংশ নেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী মোদী। এই নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, "আপনাদের এই সেবক ২৫ কোটি দেশবাসীকে দারিদ্র্য থেকে বের করে এনেছে। কয়েক দশক ধরে কংগ্রেস ও তাঁদের সহযোগীরা দরিদ্রদের অন্ন ও ঘরের স্বপ্ন দেখিয়েছে। কিন্তু, এনডিএ সরকার ৪ কোটি দরিদ্র মানুষকে স্থায়ী বাড়ি দিয়েছে।"

প্রধানমন্ত্রী আরও বলেছেন, "আমাদের দেশ বৈচিত্র্যে ভরপুর। ভারত এমন একটি দেশ যেখানে প্রতিটি ধরণের বিশ্বাস এবং পথ রয়েছে। এমতাবস্থায় দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিয়মের মধ্যেই এগিয়ে যাওয়ার একমাত্র পবিত্র ব্যবস্থা হলো আমাদের সংবিধান। সংবিধান প্রণেতাদের স্বপ্ন ছিল ভারত সমৃদ্ধশালী হোক। কিন্তু কয়েক দশক ধরে দেশ শাসন করা কংগ্রেস সুযোগ হাতছাড়া করেছে, দেশের সময় নষ্ট করেছে।" প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, "এবার আগামী ৫ বছরের জন্য মোদীর গ্যারান্টি কার্ড আপডেট করা হয়েছে। গরিবদের জন্য ৩ কোটি স্থায়ী বাড়ি তৈরি হবে, এটাই মোদীর গ্যারান্টি। গরিবরা আগামী ৫ বছর বিনামূল্যে রেশন পাবেন, এটাই মোদীর গ্যারান্টি। ৭০ বছরের বেশি বয়সী প্রত্যেক বয়স্ক ব্যক্তি ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন, এটাই মোদীর গ্যারান্টি। কিষাণ সম্মান নিধি ভবিষ্যতেও চলবে, এটাই মোদীর গ্যারান্টি।"


You might also like!