Festival and celebrations

6 months ago

Akshaya Tritiya 2024 Date : চলতি বছরে অক্ষয় তৃতীয়া কবে? রইল দিনক্ষণ

Akshaya Tritiya 2024
Akshaya Tritiya 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা বছরের প্রথম মাসে পয়লা বৈশাখের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ দিন থাকে। আর সেটি হল অক্ষয় তৃতীয়া। এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে সোনার গহনা কেনা ও লক্ষ্মী পুজো করা হয়।

কবে অক্ষয় তৃতীয়া?

বৈশাখ শুক্ল তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর এই তিথি পড়েছে ১০ মে। এদিন তিথি শুরু হচ্ছে ভোর ৪টে বেজে ১৭ মিনিটে। এই শুভক্ষণ থাকবে ১১ মে ভোররাত ২টো বেজে ৫০ মিনিট পর্যন্ত।

জ্যোতিষীদের মতে, চলতি বছরের অক্ষয় তৃতীয়ায় গজকেশরী-সহ একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে। ফলে চলতি বছরের অক্ষয় তৃতীয়ার প্রভাব বহুগুণ।


You might also like!