Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Entertainment

2 months ago

Panchayat Season 4 OTT Release Date: গ্রাম্য রাজনীতি, প্রেম আর টানাপোড়েন—আসছে ‘পঞ্চায়েত সিজ়ন ৪’, মুক্তি ২ জুলাই!

Panchayat Season 4 OTT Release Date
Panchayat Season 4 OTT Release Date

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান। বহু চর্চিত এবং ওটিটিতে জনপ্রিয়তা পাওয়া সিরিজ় ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজ়নের মুক্তির তারিখ সামনে এসেছে। আগামী ২ জুলাই, মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত সিজ়ন ৪’। প্রতিবারের মতো এবারও আটটি পর্বে সাজানো এই নতুন সিজ়ন দেখা যাবে অ্যামাজ়ন প্রাইম ভিডিওতে

সাদামাটা গ্রামীণ পটভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিরিজ়ে যেমন আছে সাধারণ মানুষের জীবনযাত্রা, তেমনি উঠে আসে রাজনৈতিক ষড়যন্ত্র, প্রেম, দায়িত্ববোধ এবং মানসিক দ্বন্দ্বের নানা স্তর। সিরিজ়ের মূল চরিত্র অভিষেক ত্রিপাঠীর ভূমিকায় এবারও থাকছেন জিতেন্দ্র কুমার। তাঁকে আবারও দেখা যাবে একজন পঞ্চায়েত সচিব হিসেবে, যিনি শহর থেকে গ্রামে এসে দায়িত্ব পালন করতে গিয়ে বারবার পড়ে যান নানা জটিলতার মধ্যে। গত তিনটি সিজ়নেই এই সিরিজ় তার বাস্তবসম্মত উপস্থাপনা, সংবেদনশীল কাহিনি ও সুনিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাই চতুর্থ সিজ়ন নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা।  এবারও ফিরছেন আগের সব প্রিয় মুখ—নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা।


যদিও এখনও পর্যন্ত সিজন ৪-এর ট্রেলার প্রকাশ পায়নি, তবে কিছুদিন আগেই মুক্তি পাওয়া টিজ়ারে আভাস মেলে সিরিজ়টির প্রকাশের দিনক্ষণের। শুধু রাজনৈতিক ষড়যন্ত্রই নয়, এই সিজ়নে এক নতুন মাত্রা যোগ হতে চলেছে অভিষেক এবং রিঙ্কির সম্পর্কেও। সূত্র বলছে, এবার এই দু’জনের প্রেমে আসতে পারে চমকপ্রদ  মোড়, যা সিরিজ়ে নতুন মাত্রা যোগ করবে। 'পঞ্চায়েত'-এর প্রতিটি সিজ়নই যেমন হাসি, কান্না আর বাস্তব জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে, ঠিক তেমনই নতুন সিজ়নও দর্শকদের প্রতীক্ষা পূরণ করবে বলে আশা। গ্রাম্য পটভূমির মাঝে আধুনিক জীবনের দ্বন্দ্ব, কর্তব্যবোধ, রাজনৈতিক বাস্তবতা ও সম্পর্কের টানাপোড়েন—এই  সবকিছু মিলিয়ে ‘পঞ্চায়েত সিজ়ন ৪’ এক গভীর আবেগময় এবং বিনোদনভরা যাত্রা হতে চলেছে।

You might also like!