Entertainment

2 years ago

Tumpa Ghosh: মহিলা পুরোহিতের গল্প নিয়ে এবার সান বাংলার পর্দায় হাজির হবেন টুম্পা!

Tumpa Ghosh & Honey Bafna (File Picture)
Tumpa Ghosh & Honey Bafna (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্রহ্মা জানেন গোপন কম্মটির পর এবার আবার মহিলা পুরোহিতের গল্প নিয়ে হাজির হতে চলেছে সান বাংলা, অন্তত তেমনটাই সুত্রের খবর। জানা যাচ্ছে সান বাংলায় একটি ধারাবাহিক শুরু হতে চলেছে। যেখানে মুখ্য চরিত্রে থাকবে হানি বাফনা এবং টুম্পা ঘোষ। এর আগে 'সোহাগ জল' এ দেখা গিয়েছিল  হানি বাফনাকে। আর অপরদিকে টুম্পাকে দেখা গিয়েছিল ‘ত্রিশূল’ ধারাবাহিকে। এবার অন্যরকম গল্পে দেখা যাবে দু’জনকে। বিখ্যাত জ্যোতিষ পরিবারের ছেলে জয় (হানি বাফনা)। অন্যদিকে তারা মায়ের মন্দিরের প্রধান পুরোহিতের মেয়ে অরিত্রী। ঠিকুজি মিলিয়ে দু’জনের বিয়ে হয়। তারপরই গল্পে আসে চাঞ্চল্যকর মোড়। শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘শ্যামা’ (Shyama)। কবে থেকে? জানতে হলে চোখ রাখতে হবে সান বাংলার পর্দায়।

You might also like!