দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বনি কাপুর ও শ্রীদেবী কন্যা জাহ্নবী আপন মনেই বেড়ে উঠছিল বি-টাউনে। জাহ্নবী ছিল না খবরে। হঠাৎ রকেট গতিতে খবরের সামনে এসে হাজির। দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, এক সুপারস্টারের বিপরীতে দক্ষিণী ছবিতে কাজ করতে চলেছেন জাহ্নবী। এ নিয়ে জাহ্নবীকে প্রশ্ন করা হলে তিনি চুপ ছিলেন। তবে মুখ খুলেছিলেন বনি। জানিয়েছিলেন তাঁর মেয়েকে নিয়ে অযথা যেন মিথ্যে রটনা না হয়। এও দাবি করেছিলেন, মেয়ে যদি দক্ষিণী ছবির অফার পেতেন, তবে নিশ্চয়ই তিনি জানতেন। তাই যা রটেছে তা ভুয়ো বলেই দাবি করেন তিনি। এমনকি টুইটেও তিনি লেখেন, “মিডিয়ার বন্ধুদের উদ্দেশ্য করে বলতে চাই, আমার কন্যা জাহ্নবী কোনও ধরনের তামিল ছবি করার প্রতিশ্রুতি দেয়নি। ফলে এই নিয়ে কোনও ধরনের মিথ্যা রটনা হোক, আমি তা চাই না।” কিন্তু বনির এই কথা মাঠে মারা গেল। বাবাকে না জানিয়েই জাহ্নবী সই করলো দক্ষিণী ছবিতে।
বিনোদন জগতে ছড়িয়ে পড়েছে এই খবর যে জাহ্নবী এবার দক্ষিণী ছবিতে। দক্ষিণী দুনিয়ায় ডেবিউ হচ্ছে তাঁর। বিপরীতে কে থাকছেন জানেন? দেখা যাবে জুনিয়র এনটিআর । ছবিটি পরিচালনা করবেন কোরাতালা শিব। আগামী মাসেই শুরু হবে ছবির শুটিং। প্রশ্ন হল, তবে কি বাবাকে না জানিয়েই সিদ্ধান্ত নিচ্ছেন জাহ্নবী? নাকি মেয়ে বারণ করায় খবর দিতে চাননি বনি। কারণ, যাই হোক না কেন, আমজনতার কাছে বনি হয়ে গিয়েছেন মিথ্যেবাদী।
শ্রীদেবীর মেয়ে হওয়ার বরাবরই জাহ্নবীকে নিয়ে মায়ের সঙ্গে তুলনা চলছে, আজও চলছে। শ্রীদেবী জেনেছিলেন যে তার মেয়ে ফিল্ম জগতে আসতে চাইছে। যদিও জাহ্নবীর প্রথম ছবি 'ধড়ক' দেখে যেতে পারেননি।হঠাৎ 'বিনা মেঘে বজ্রপাতের' মত আমাদের ছেড়ে চলে গেছেন বলি-নায়িকা শ্রীদেবী। তবে তিনি মেয়েকে বলেছিলেন, "মানুষ আমার ৩০০টি ছবির সঙ্গেই তোমার প্রথম ছবির তুলনা টানবে। ব্যাপারটা কী ভাবে নেবে তুমি?” উত্তর দিয়েছিলেন জাহ্নবী। বলেছিলেন,” আমি জানি ব্যাপারটা অনেক কষ্টসাধ্য হবে। কিন্তু আমি এও জানি যদি আমি অভিনয় না করি তবে সারাজীবন আমার এই কষ্ট রয়ে যাবে।" শেষ পর্যন্ত সাফল্য এসেছে জাহ্নবীর। তবে সাফল্যের নিরিখে মায়ের ধারে-কাছে এখনো আসতে পারে নি।