দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছবির জন্যে নিজেকে একেবারে ভাঙতে প্রস্তুত থাকেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সত্যবতী হয়ে ইতিমধ্যেই প্রসংসা কুড়িয়েছেন তিনি। পরবর্তীকালে নটী বিনোদিনীর ভূমিকাতেও দেখা যাবে অভিনেত্রীকে। তবে এবার দ্রৌপদীর চরিত্রে অভিনয় করতে রুপার কাছ থেকেই পাঠ নিচ্ছেন তিনি। আটের দশকের বি আর চোপড়ার ‘মহাভারত’-এ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছিলে রূপা। তার পরেও বহুবার পর্দায় এই মহাকাব্য পর্দায় এসেছে। কিন্তু দ্রৌপদী হিসাবে রূপার ছবিই যেন দর্শক-মনে অমলিন। তাই ফের সেই চরিত্র ফুটিয়ে তোলার আগে অভিজ্ঞ অভিনেত্রীর কাছেই সবটা শিখেপড়ে নিতে চাইছেন টলিউডের নতুন সত্যবতী। ইতিমধ্যে রূপার সঙ্গে যোগাযোগও করেছেন তিনি। রুক্মিণীকে সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত রূপা। অর্থাৎ এই মুহূর্তে তাঁকেই ‘মেন্টর’ হিসাবে দেখছেন রুক্মিণী।