দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপরমব্রত-পিয়া-র বিয়ে নিয়ে বেশ কয়েকদিন ধরে সরগরম নেটদুনিয়া । অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করার পর থেকেই ব্যাপক ট্রোলের শিকার হচ্ছেন পরমব্রত । অনুপমকে নিয়েও নানারকম মন্তব্য উড়ে আসছে । কিন্তু, এসব নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ সঙ্গীতশিল্পী । অনুপম এখন সময় কাটাচ্ছেন শহর থেকে অনেক দূরে, সমুদ্রের সঙ্গে । নিজের মনের কথা হয়তো উজার করে দিচ্ছেন সেখানেই । সঙ্গী গায়কের বাবা-মা ।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী । ছবিতে দেখা গেল, পিছনে সমুদ্রের জলরাশি । তার সামনে মা-বাবার সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন অনুপম । ক্যাপশনে লেখা, সমুদ্রের সঙ্গে কিছু কথা... মাত্র ৪টি শব্দ । কিন্তু, বলে গেল যেন হাজারও না বলা কথা । জানা গিয়েছে, মা-বাবার সঙ্গে ভাইজ্যাগ ঘুরতে গিয়েছেন সঙ্গীতশিল্পী । এটা ভাইজ্যাগ বিচেরই ছবি ।
২০১৫ সালের ৬ ডিসেম্বর সাতপাকে বাধা পড়েছিলেন পিয়া-অনুপম। একসঙ্গে গানবাজনাও করতেন জুটিতে। কিন্তু, হঠাৎ ৬ বছরের দাম্পত্যে বিচ্ছেদ ঘটান তাঁরা । বিচ্ছেদের পর নিজেরা একে অন্যের বিরুদ্ধে কাঁদা ছোড়েননি তাঁরা, বরং বলেছিলেন বন্ধু হয়ে থাকবেন ।