Entertainment

7 months ago

Monami Ghosh: কেন উদয়াস্ত খেটে কাজ করে যাচ্ছেন, আসল কারণ খোলসা করলেন মনামী ঘোষ

Monami Ghosh
Monami Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একের পর এক ছবিতে কাজ করছেন, কখনও মিউজিক ভিডিয়ো বার করছেন, নানা ফ্যাশন ইভেন্টে অংশ নিচ্ছেন, সব মিলিয়ে নিঃশ্বাস ফেলার সময় নেই অভিনেত্রী মনামী ঘোষের। অভিনেত্রী কি ওয়ার্কোহলিক? টানা এত কাজ করে হাঁপিয়ে ওঠেন না। নাহ! বরং, এই পরপর কাজ করলেই কিছুদিন পর পর তার নিজের জন্য থাকে দারুণ উপহার।

এক নিঃশ্বাসে যেন পরপর কাজ সারেন, আর একটু ছুটি জমা হলেই ঘুরতে বেরিয়ে পড়েন দেশ বিদেশ। এখন মনামী গেছেন জাপানের মাউন্ট ফুজিতে। ঘুমন্ত আগ্নেয়গিরির সৌন্দর্য অভিনেত্রী শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

মনামীর পায়ের তলায় যেন সর্ষে। মাস কয়েক আগেই গিয়েছিলেন কোরিয়ায়, এখন আছেন জাপানে। কাজের মাঝে এই ঘুরে বেড়ানো তাঁর কাছে অক্সিজেনের মতো।সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিকে মনামীকে দেখা যাবে পরিচালকের স্ত্রী গীতা সেনের ভূমিকায়।


You might also like!