Entertainment

1 year ago

Mithu Chakraborty: বিয়ের পর ছেলেকে আলাদা থাকার নির্দেশ দেন মিঠু!

Mithu Chakraborty with her family (File Picture)
Mithu Chakraborty with her family (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কদিন আগে তাঁদের ঘর আলো করে এসেছে একটি পুত্র সন্তান। মা বাবা হয়েছেন গৌরব ও ঋদ্ধিমা। অপরদিকে ছোট তাঁর ছোট ছেলে অর্জুন অনেকদিন আগেই সংসার বেঁধে ফেলেছেন। তার ঘরেও এসেছে কন্যা সন্তান। 

১৯৮৬ সালে বিয়ে করেন সব্যসাচী ও মিঠু চক্রবর্তী। ১৯৮৭ সালে জন্ম হয় গৌরবের। আর ছোট ছেলে অর্জুনের জন্ম ১৯৯০-তে। দুই ছেলেই প্রতিষ্ঠিত সিনেমার জগতে। অভিনেতা হিসেবে মন কেড়েছেন লাখ-লাখ মানুষের। তবে মিঠু ছেলের বিয়ের আগে কিছু একটি শর্ত রাখেন। বলেন আলাদা থাকতে। তিনি ছোট থেকেই সন্তানদের বুঝিয়ে ছিলেন আলাদা সংসার করার ক্ষমতা থাকলে, তবেই বিয়ে করতে। 

মিঠুর ধারণা, আজকাল সবারই খুব ছোট ছোট ফ্ল্যট। পাশের ঘরে ছেলে বৌমার ঝগড়া হচ্ছে, শ্বশুর-শাশুড়ি তাই নিয়ে চেনশন করছে, এমন পরিবেশ চাননি তিনি। সঙ্গে ছেলে-বউমাদের নিজের মনের মতো করে গুছিয়ে সংসার করার সুযোগ দিয়েছেন। বর্তমান সময়ের সঙ্গে তাল রেখে আসলে অভিনেত্রী বুঝেছিলেন ‘স্পেস দেওয়ার’ গুরুত্ব কতটা।  

You might also like!