Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

1 year ago

Koel-Dev: টলিউডের পার্টিতে দেবের সঙ্গে জমিয়ে নাচ কোয়েলের, মা অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে নাচলেন তৃষাণজিৎ, আর কে কে উপস্থিত ছিলেন সেখানে?

Dev-Koel, one of the Iconic Couple in Bengali Commercial Film world
Dev-Koel, one of the Iconic Couple in Bengali Commercial Film world

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক সময় এমন ছিল যখন দেব-কোয়েলের ছবি মানেই বাণিজ্যিক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারহিট জুটি, যার মধ্যে ২০১১ সালে 'পাগলু' এবং ২০১২ সালে 'পাগলু-২' ছিল ব্লকবাস্টার। তবে বহুদিন হয়ে গেল একসঙ্গে সিনে পর্দায় দেখা যায়নি এদের। শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালের পুজোয় মুক্তি পাওয়া "ককপিট" কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায়। বহু অনুরাগীদেরই মন চাইছে যে দেব-কোয়েলকে আবার একসঙ্গে দেখতে চান। তবে সম্প্রতি ইন্সটাগ্রামে আসলো টলিউডের কোনো একদিনের পার্টিতে দেব-কোয়েলের একসঙ্গে নাচের একটুকরো ভিডিয়ো।

টলিউড অনলাইনের ইনস্টাগ্রাম আইডিতে ভেসে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে পার্টিতে 'পাগলু, থোড়াসা করলে রোম্যান্স' গানে দেব-কেয়েলকে একসাথে নাচতে দেখা যাচ্ছে। কোয়েলের ঠিক পাশেই নাচছিলেন অভিনেত্রী পিয়া সেনগুপ্ত, প্রসেনজিৎ পত্নী অর্পিতা চট্টোপাধ্যায় ও পুত্র তৃষাণজিৎ। দেখা মিলল প্রযোজক রানা সরকারেরও। এক ঝলকের দেখা মিলল প্রসেনজিতের ম্যানেজার ঐন্দ্রিলা সেন তথা মোহরকেও। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে করা হয়েছে প্রশ্ন যে 'দেব ও কোয়েলকে মিস করো?' যদিও ভিডিয়োটি throwback বলেই পোস্ট করা হয়েছে সেখানে। দেব ও কোয়েলের এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘জুটি সেরা ছিল ,আছে আর থাকবে!! দেব এর সাথে কোয়েল কেই মানাতো।’ আরেকজন লিখেছেন, ‘ওদের নিয়ে এখন কোনও মুভি হয় না ...এই জুটিকে আবর দেখে চাই প্লিজ কামব্যাক মুভি তো বান্তা হ্যায়’। কারোর মন্তব্য, ‘ওদেরকে ভীষণভাবে মিস করছি।' এমনই অনেক মন্তব্য উঠে এসেছে!

কাজের ক্ষেত্রে গতবছর 'প্রধান' ছবিতে শেষবার দেখা মিলেছে দেবের। পুজোয় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত 'টেক্কা' আর ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’ছবিটিও যতদূর ধারণা এ বছরেই মুক্তি পাওয়ার কথা। রাজনৈতিক কেরিয়ারে তিনি চলতি বছরের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে নির্বাচনে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে গত বছরে, 'জঙ্গলে মিতিন মাসি' ছবিতে দেখা মিলেছিল কোয়েলের। তবে চলতি বছরে সায়ন্তন ঘোষালের 'সোনার কেল্লায় যকের ধন' ছবিতে দেখা মিলবে তাঁর।  


You might also like!