Entertainment

1 year ago

Darshana-Sourav Wedding: 'মাত্র এক-দেড় বছরের প্রেম', বিয়ের আগে দর্শনার নার্ভাস লাগছে?

Darshana-Sourav Wedding
Darshana-Sourav Wedding

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রাত পোহালেই দর্শনা-সৌরভের বিয়ে। তোরজোড় চলছে বেশ আগে থেকেই। কিন্তু বিয়ের আগে হবু কনে নার্ভাস? কেন? নিজেরা তো নিজেদের পছন্দ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

গত মাসের একেবারে শেষে প্রকাশ্যে আসে দর্শনা সৌরভের বিয়ের কথা। তার আগে অনেকেই জানতেন না, টলিপাড়ার এই দুই তারকার মধ্যে প্রেম চলছে। তাই, বিয়ের খবর শুনে, অনেকেই বেশ চমকে গিয়েছিলেন।

হবু কনে নিজেই জানিয়েছেন, খুব বেশিদিন প্রেম করেননি দুজন, বড় জোর এক দেড় বছর, তারপরই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তাই বিয়ের আগে কিন্তু বেশ নার্ভাস দর্শনা।

১৫ ডিসেম্বর শহরের এক বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে বসছে সৌরভ-দর্শনার বিয়ের আসর। টলিপাড়ার হু'জ হুরা উপস্থিত থাকবেন সেখানে।


You might also like!