Entertainment

5 hours ago

Abir Chatterjee:আট বছরের বন্ধুত্বে বাজিমাত, আবার পুজো মাতাতে আসছে নন্দিতা-শিবপ্রসাদের আবির

Abir Chatterjee new movie
Abir Chatterjee new movie

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : ফেলুদা হোক বা ব্যোমকেশ, কিংবা সোনাদা—আবির চট্টোপাধ্যায়ের পর্দার উপস্থিতি প্রতিবারই মুগ্ধ করেছে দর্শকদের।বিগত দেড় দশকে টলিপাড়ার অন্যতম ভার্সেটাইল অভিনেতা নিজস্ব দক্ষতার স্বাক্ষর রেখেছেন।  গত কয়েক বছরে তাঁর কেরিয়ার গ্রাফে চোখ রাখলেই দেখা যাবে আবির চট্টোপাধ্যায় মানেই কিন্তু পুজো রিলিজ হিট। রেকর্ড করা ‘সোনাদা’র চরিত্রের পর, টানা দুই পুজোয় উইন্ডোজের ছবিতে ঝড় তুলেছেন বক্স অফিসে আবির। ব্যবসার অঙ্ক কষায় বিশেষ উৎসাহী না হলেও, এবারের পুজোতেও আবির চট্টোপাধ্যায়ের উপর ভরসা রেখেছে উইন্ডোজ।নন্দিতা-শিবপ্রসাদের হাত ধরে এবারের পুজোর মরশুমেও ‘রক্তবীজ ২’তে মারকাটারি অ্যাকশন দেখাবেন পঙ্কজ সিংহ ওরফে আবির। বিগত আট বছরের ‘ব্লকবাস্টার বন্ধুত্ব’ তাঁদের। শুরুটা হয়েছিল ২০১৮ সালে অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত ‘মনোজদের অদ্ভূত বাড়ি’ সিনেমা দিয়ে। 

উইন্ডোজ প্রযোজনায় একের পর এক সফল ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায়কে। ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে তাঁর রসায়ন বিশেষ নজর কাড়ে ‘ফাটাফাটি’-তে। তবে আবিরের কেরিয়ারে নতুন মোড় এনে দেয় ‘রক্তবীজ’-এর পঙ্কজ সিংহ চরিত্রটি, যা তাঁকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা।

তেইশের পুজোর বক্স অফিসে সেই ছবি দিয়ে সাড়া ফেলে চব্বিশ সালের উৎসবের মরশুমেও ‘বহুরূপী’ দিয়ে বিজয়রথ ছুটিয়েছিল প্রযোজনা সংস্থা। যা কিনা ২০২৪ সালের সবথেকে বড় বাংলা ব্লকবাস্টার সিনেমা হিসেবে নাম লিখিয়েছিল। উল্লেখ্য, ‘রক্তবীজ’ ছবিতেই প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেন আবির চট্টোপাধ্যায়। যা কিনা বেজায় প্রশংসাও কুড়িয়েছিল। এবারের পুজোতেও সেই সিনেমার সিক্যুয়েলের ‘গেমচেঞ্জার’ হওয়ার আশায় বুক বেঁধেছেন দর্শক-অনুরাগীরা। দর্শকের চেনা ‘পঙ্কজ’ আবারও ফিরছে, আবিরের চেহারায়। সেই চওড়া বুকের আত্মবিশ্বাস আর চতুর মস্তিষ্ক নিয়ে এবারও পুজোয় জমবে তাঁর খেলা। এই প্রত্যাবর্তন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বক্তব্য কী?

প্রযোজক, অভিনেতা তথা পরিচালকের মন্তব্য, “দুর্গাপুজোয় ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার ক্ষেত্রে আবির ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করেছেন। এবছরও এর ব্যতিক্রম হচ্ছে না। এখনও পর্যন্ত সবথেকে উত্তেজনাপূর্ণ দুর্গাপূজোর জন্য প্রস্তুত হচ্ছি আমরা। এবারেও মারাকাটারি অ্যাকশন হিরো অবতারে আবির চট্টোপাধ্যায়কে দেখার সুযোগ পাবেন দর্শকরা। আর উৎসবের মরশুম মানেই আমাদের বন্ধুত্ব উদযাপন।”


You might also like!