Entertainment

2 years ago

Birthday: জন্মদিনের শুভেচ্ছা তামিলনাড়ুর রাণীকে

Tamil Nadu
Tamil Nadu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জয়ললিতা ছিলেন সাধারণ মানুষের কাছে আপনার জন। জনগণের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছিলেন তিনি। রাজনীতির মঞ্চে হোক বা সিনেমা জগতে, তিনিই ছিলেন একমাত্র রাণী। আজ তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক, তাঁর সম্পর্কে অজানা কিছু কথা -কাহিনী।


রাজ্যের মেধাতালিকায় শীর্ষে থাকা সত্ত্বেও জয়ললিতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ১৫ বছর বয়সে। জয়ললিতা তার মায়ের জেদের কাছে হার মেনে শিশুশিল্পী হিসেবে ‘চিন্নাদা গোম্বে’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন। এরপর উচ্চাঙ্গসংগীত, পিয়ানো প্রশিক্ষণ নিয়েছেন। ভরতনাট্যম, মণিপুরী ও কত্থক নাচসহ ধ্রুপদি নাচের প্রশিক্ষণ নিয়েছেন তিনি।


তার প্রথম সিনেমা 'ভেন্নিরা আদাই' অ্যাডাল্ট তকমা পেয়ে রিলিজ হয়। কারণ এই ছবিতে তাঁকে স্লিভলেস ব্লাউজ পরে ঝর্ণার নীচে নাচতে দেখা গিয়েছিল। বলিউডে প্রথম ছবি ইজ্জত (১৯৬৮)।ধর্মেন্দ্রর বিপরীতে তাঁকে নায়িকা হিসেবে দেখা যায়।


জানা যায়, রাজনীতির আঙিনাতেও তাঁকে জোর করেই নিয়ে আসেন তাঁর সহ অভিনেতা। ১৯৯১ সালে জয়ললিতা তামিলনাড়ুর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন। রাজ্যের কনিষ্ঠ মুখ্যমন্ত্রীও ছিলেন তিনিই। মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি বেতন নিতেন মাত্র ১ টাকা। তবুও ১৯৯৫ সালে তার পালিত ছেলে সুধাকরণের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেড় লাখেরও বেশি অতিথি । সারা বিশ্ব যা এর আগে কখনো দেখেনি। 


You might also like!