Breaking News
 
Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল? Goa night club fire: গোয়ার নৈশক্লাবে পার্টির মাঝেই ফাটল সিলিন্ডার, আগুনে পুড়ে মৃত অন্তত ২৫

 

Duranta barta Audible Pod casts

2 years ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( শনিবার , এপ্রিল ১ ,২০২৩ )

top68
top68

 

রাজ্যপালের দ্বারস্থ হবেন সুদেষ্ণা রায়

ফের কেন্দ্র-রাজ্য সংঘাত! এবার সরাসরি সংঘাতে জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিশন। তিলজলা থানার ওসি-র বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো। অন্যদিকে, পাল্টা অভিযোগ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। প্রিয়ঙ্ক কানুনগোর বিরুদ্ধে দুর্ব্যবহার করা ও হুমকি দেওয়ার অভিযোগ জানিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনারের কাছে প্রিয়ঙ্ক কানুনগোর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। এই অভিযোগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন সুদেষ্ণা রায়। শনিবার মালদহে ফের মুখোমুখি হয়েছে দুই কমিশনের প্রতিনিধিরা। মালদহে ছাত্রীকে ধর্ষণের ঘটনা খতিয়ে দেখতে গিয়েছেন তাঁরা।


উপাচার্যদের কাছে জানতে চাইল শিক্ষা দফতর

জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার। এবার শিক্ষানীতি কার্যকর করার বিষয়ে পরামর্শ নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দেওয়া হল কাউন্সিল অফ হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা সংক্রান্ত কাউন্সিলের তরফে। বিশ্ববিদ্যালয়ের অবস্থা কী? বিশ্ববিদ্যালয়গুলো আদৌ কি এই নীতি চালু করতে পারবে চলতি শিক্ষাবর্ষের মধ্যে? ১৫ দিনের মধ্যে তা জানাতে হবে কাউন্সিলকে। নীতি কার্যকর করতে না পারলে বিকল্প ভাবনা কী? সেটাও জানাতে হবে শিক্ষা দফতরকে। শিক্ষানীতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলির কোনও পরামর্শ থাকলে তা দেওয়ার কথাও বলা হয়েছে।


আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

বদ্ধ ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিল পরিবার। সেই জ্বলন্ত মশার কয়েল পড়ে গদিতে। তার পর তা পুড়তে থাকে। মুহূর্তেই বদ্ধ ঘর ভরে বিষাক্ত গ্যাসে। এর জেরেই অচৈতন্য হয়ে পড়েন ঘরে ঘুমানো পরিবারে সদস্যরা। এবং দম বন্ধ হয়ে মৃত্যু হয় ৬ জনের। দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় ঘটে এই ঘটনা। মৃত ৬ জনের মধ্যে চার জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁদের মধ্যে তিন জন মালদার বাসিন্দা এবং এক জন উত্তর দিনাজপুরের বাসিন্দা। এই মৃত্যুর ঘটনা নিয়ে শনিবার শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন।


এক প্রভাবশালীর কাছে ২৬ কোটি টাকা পাঠিয়েছিল অয়ন

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়ন শীলকে শনিবার আদালতে পেশ করা হয়েছিল। বিচারকের কাছে অয়নের জামিনের আবেদন জানান ইডির আইনজীবী। যদিও ইডির তরফে সেই আবেদনের বিরোধিতা করে অয়নকে জেল হেফাজতে পাঠানোর আর্জি জানানো হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী এদিন আদালতে বিস্ফোরক দাবি করেন অয়নের বিষয়ে। তিনি বলেন, ইডির অফিসারদের জেরায় অয়ন স্বীকার করেছেন তিনি একজন মিডলম্যানের মাধ্যমে এক প্রভাবশালীর কাছে ২৬ কোটি টাকা পাঠিয়েছিল। সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ইডির আইনজীবীর মুখে উঠে আসে গরুপাচারের প্রসঙ্গও। বললেন, ‘আগে বোলপুর শিক্ষার জন্য বিখ্যাত ছিল। এখন বোলপুর চেনা যায় দুর্নীতি ও গরুপাচারের জন্য।’


আধার-প্যান বাধ্যতামূলক

স্মল সেভিংস স্কিম বা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ৭০ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে লাভবান হবেন এই সমস্ত স্কিমে বিনিয়োগকারীরা। এবার এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হল প্যান ও আধার নম্বর। এই মর্মে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এর ফলে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ও সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিম-এ বিনিয়োগের সময় প্যান ও আধার নম্বর দিতেই হবে বিনিয়োগকারীদের।


বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন মোদীর

দেশে ফের আরেকটা বন্দে ভারত এক্সপ্রেসের চাকা গড়াল। শনিবার ভোপাল-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মধ্য প্রদেশের রানি কমলপতি স্টেশন থেকেই সূচনা হয় বন্দে ভারতের। মধ্য প্রদেশের ভোপাল থেকে রাজধানীর মধ্যে সংযোগ রক্ষা করবে এই এক্সপ্রেস ট্রেন। ৭.৪৫ ঘণ্টায় ৭০৮ কিলোমিটার পথ অতিক্রম করবে এই ট্রেন। প্রতি ঘণ্টায় ১০৬ কিলোমিটার বেগে ছুটবে দেশের ১১ তম বন্দে ভারত এক্সপ্রেস। এদিন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পর ট্রেনে উঠে পড়েন প্রধানমন্ত্রী মোদী। সেখানে স্কুল ছাত্র-ছাত্রী ও ট্রেনের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন তিনি।


নৌকাডুবিতে মৃত্য়ু ভারতীয় পরিবার সহ ৮ জনের

জলাভূমির মধ্যে কিছু একটা ভাসতে দেখা গিয়েছিল। সন্দেহ হতেই খবর দেওয়া হয় পুলিশে। জলে নাড়াচাড় শুরু হতেই ফুলে ফেঁপে ভেসে উঠল দেহ। একটা-দুটো নয়, একসঙ্গে ছয়টি দেহ উদ্ধার হল কানাডা-আমেরিকা লাগোয়া একটি জলাভূমি থেকে। পুলিশের তরফে জানানো হয়েছে, এক শিশু সহ মোট ছয়জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্য়ে একটি ভারতীয় পরিবারও রয়েছে। প্রাথমিক তদন্তের পর অনুমান, বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করার চেষ্টা করছিল ওই ছয়জন। নৌকাডুবি হওয়ায় তারা জলে ডুবে মারা যান। মৃতদের কাছ থেকে পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।


৬ কোটির জরিমানা-নির্বাসন কোচের

ভারতীয় ফুটবলে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছিল কেরালা ব্লাস্টার্স টিম। আইএসএলের সেমিফাইনাল চলাকালীন ফ্রি-কিক বিতর্কে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়ে কেরালা। তার পরিপ্রেক্ষিতে এআইএফএফ-এর বড়সড় শাস্তির মুখে পড়ল দলটি। আইএসএলে চ্যাম্পিয়ন দল পায় ৬ কোটি টাকা। সেই সমপরিমাণ অর্থ জরিমানা দিতে হবে কেরালা ব্লাস্টার্সকে। শাস্তির এখানেই শেষ নয়। ভুল স্বীকার করে প্রকাশ্যে চাইতে হবে ক্ষমা। জরিমানার অঙ্কটা কমে ৪ কোটি হতে পারে যদি নিজেদের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চায় দলটি। পাশাপাশি দলের কোচ ইভান ভুকোমানোভিচকে ১০ ম্যাচে নির্বাসন দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আর্থিক জরিমানা করা হয়েছে তাঁকেও।


ফেডারেশনকে চিঠি ইস্টবেঙ্গলের

এ বার ফেডারেশনকে চিঠি ইস্টবেঙ্গলের। ডেভেলপমেন্ট ডার্বি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে ফেডারেশনকে চিঠি লাল-হলুদের। সিনিয়র দলের পারফরম্যান্স খুবই খারাপ। তবে লাল-হলুদের যুব দল মান রাখছে। পূর্বাঞ্চল পর্যায়ে বেশ ভালো পারফর্ম করেছে বিনো জর্জের দল। যুব লিগে ধারাবাহিকতা বজায় রাখতে চান তুহিন দাস, জেসিন টিকেরা। ডেভেলপমেন্ট লিগে এখনও কঠিন রাউন্ড বাকি ইস্টবেঙ্গলের। বিনো জর্জের অধীনে জোরকদমে অনুশীলন করছেন ফুটবলাররা। একই সঙ্গে রয়েছে আই লিগের দ্বিতীয় ডিভিশনের ম্যাচও। ইস্টবেঙ্গলের রিজার্ভ দল এই দ্বিতীয় ডিভিশন লিগে খেলবে। সেই রিজার্ভ দলের অনেকেই আবার খেলেন যুব লিগে। 


মালদ্বীপে দেবের সঙ্গে মেয়ের চুটিয়ে প্রেম

ব্যস্ত তাঁদের জীবন। একজন ‘বাঘাযতীন’, অন্যজন ‘বিনোদিনী’। কথা হচ্ছে দেব ও রুক্মিণী মৈত্রের। কিছু দিন আগেই মালদ্বীপে গিয়েছিলেন তাঁরা। গিয়েছিলেন একসঙ্গেই তবে ছবি দিচ্ছিলেন আলাদা আলাদা। তবে ট্রিপ শেষের পথে আসতেই একসঙ্গে ছবি দিলেন দু’জনে। পড়ন্ত বিকেলে হাতে হাত, দু’জনে তাকিয়ে আছেন দু’জনের দিকে। না, কোনও সিনেমার দৃশ্য নয়। নয়ানাভিরাম জায়গায় এই ছিল বিগত বেশ কিছু দিন ধরে দেব-রুক্মিণীর আবাসস্থল। রুক্মিণী লিখেছেন, “পরের বার পর্যন্ত…”। উহ্য রেখেছেন, ‘এভাবেই হাতে হাত ধরে রাখব’। মেয়ের রোম্যান্স দেখে চুপ করে রইলেন না মা মধুমিতা মৈত্রও। তিনি লিখেছেন, “এভাবেই আশীর্বাদধন্য হয়ে থেকো”।

You might also like!