১। ভারতের ইতিহাসে রচিত হল নতুন অধ্যায়, নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভারতের ইতিহাসে রচিত হল এক নতুন অধ্যায় । ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশ। রবিবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাশে নিয়ে নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬৪,৫০০ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে। ভবনটি চারতলা।
২। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের ‘নবজোয়ার রেডিয়ো’
শুরু হতে চলেছে, তৃণমূলের ‘নবজোয়ার রেডিয়ো’। মূলত গ্রামীণ জনতার সঙ্গে জনসংযোগ গড়ে তুলতেই এই নতুন কর্মসূচি শুরু করা হবে। সব দিক থেকেই এই প্রয়াসকে ‘অভিনব’ বলছে তৃণমূল।
৩। ১১ তারিখেই কলকাতা থেকে পটনার উদ্দেশে রওনা হচ্ছেন মমতা
ঠিক ছিল প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে নীতীশ কুমারের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার দিল্লির সেই বৈঠক হয়ে গিয়েছে। মমতা-সহ ১১ জন মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দেননি।আগামী ১২ জুন বিজেপি বিরোধী দলগুলির বৈঠক বসছে বিহারে। সেই বৈঠকে যোগ দিতে ১১ তারিখেই কলকাতা থেকে পটনার উদ্দেশে রওনা হচ্ছেন মমতা।
৪। নতুন সংসদ ভবনে ৭৫ টাকার স্মারক কয়েনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে পুজো পাঠের মধ্য দিয়ে নতুন সংসদের উদ্বোধন হল। ঐতিহাসিক দিনে ৭৫ টাকার বিশেষ মুদ্রার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সেই স্মারক মুদ্রার উদ্বোধন করা হয়। সেইসঙ্গে ভারতীয় ডাক বিভাগের তরফে যে বিশেষ স্ট্যাম্প তৈরি করা হয়েছে, সেটাও প্রকাশ করেন মোদী।
৫। মনোজ তিওয়ারির বিরুদ্ধে 'তোলাবাজির' অভিযোগ তুলে পথে বিজেপি
এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার ঘটনার নাম জড়ায় শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে। যদিও পরে সাংবাদিক বৈঠক করে মনোজ তিওয়ারি সেই ঘটনা অস্বীকার করেন। তবে বিষয়টি নিয়ে যে জল ধীরে-ধীরে ঘোলা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবার মনোজের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ ও তোলাবাজির অভিযোগ তুলে পথে নামল বিজেপি।
৬। রাজ্যে প্রথম নীলাভ রাস্তা পেল পূর্ব বর্ধমানের রায়না
এ রাজ্যে পূর্ব বর্ধমানের রায়নাতে প্রথম নীলাভ রাস্তা নির্মিত হল। রায়না-২ ব্লকের একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই নতুন রাস্তার উদ্বোধন করেছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে প্লাস্টিক জাতীয় সামগ্রী মিশিয়ে এই রাস্তা নির্মান করা হয়েছে, রাস্তার আধুনিকীকরণের এটা অন্যতম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে প্লাস্টিক জাতীয় সামগ্রী মিশিয়ে রাস্তা নির্মাণের উদাহরণ রয়েছে রাজ্যে। তবে রায়নার এই রাস্তার নতুনত্ব হল এই রাস্তার উপর একটি নীল রঙের কোট দেওয়া হয়েছে। যা রাস্তাটিকে আরও টেকসই করে তুলবে।
৭। পাকিস্তানে তুষারধস! বরফে চাপা পড়ে অন্তত ১০ জনের মৃত্যু
ভয়াবহ তুষারধস পাকিস্তানে। বরফের নীচে চাপা পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে আছেন তিন মহিলাও। আরও অন্তত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। গুরুতর আহত অবস্থায় তাঁরা চিকিৎসাধীন।
৮। বুন্দেশলিগা জেতার পরই বরখাস্ত বিশ্বজয়ী গোলরক্ষক
অলিভার কানকে বরখাস্ত করল বায়ার্ন মিউনিখ। ১১ বার বুন্দেশলিগা জেতার কিছুক্ষণ পরেই তাঁকে বরখাস্ত করেছে জার্মানির ক্লাবটি। ২০২১ সাল থেকে বায়ার্ন মিউনিখের সিইও ছিলেন জার্মানির প্রাক্তন অধিনায়ক। একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজ়িককে।
৯। উদ্বোধনী অনুষ্ঠানের রিপ্লে, ফাইনালেও মুখোমুখি একই দল!
বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাইয়ের মধ্যে। আর উদ্বোধনী ম্যাচের দুই দলের দেখা হচ্ছে ফাইনাল ম্যাচেও। অর্থাৎ এবার শুরু সিএসকে বনাম গুজরাট টাইটান্স ম্যাচ দিয়ে। আর শেষ ম্যাচেও সেই দুই প্রতিপক্ষ।চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ২০১৯ সালের পর আবার একবার আইপিএল ফাইনালে। অন্যদিকে প্রতিপক্ষ গুজরাট টাইটান্সের সামনেও রয়েছে টানা দ্বিতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।
১০। কোদরনাথের পর আ এক তীর্থে খিলাড়ি কুমার
চলতি সপ্তাহেই উত্তরাখণ্ডে যান অভিনেতা অক্ষয় কুমার। সেখানে কেদারনাথের দর্শন করেন অভিনেতা। এ বার সোজা বদ্রীনাথে গেলেন অক্ষয়। অভিনেতার কপালে শ্বেতচন্দনের প্রলেপ, গলায় উত্তরীয়, পরনে কালো হুডি ও ট্রাউজার্স। মুখে শুধুই হর হর মহাদেব বুলি। এ ভাবে ভিড়ের মাঝেই এগিয়ে চললেন মন্দিরের দিকে।