Duranta barta Audible Pod casts

10 months ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( সোমবার, ১৫ মে , ২০২৩)

Top 10
Top 10

 

অখিলের প্রশ্নের জবাব ডিএ আন্দোলনকারীদের

ডিউটি না করলে বেতন কাটা হোক, সম্প্রতি ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে এমনই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন, বিড়ম্বনা এড়াতেই কি মন্ত্রীদের এমন মন্তব্য? অখিল গিরি যদিও এক্ষেত্রে নিজের মন্তব্যে অনড়। তাঁর দাবি, কাজ করবে পয়সা নেবে, এটাই দস্তুর। মাসের পর মাস কাজ না করে মাসের নির্ধারিত দিনে মাইনে পেয়ে যাবেন, এ দাবিও তো ন্যয়সঙ্গত নয়। যদিও মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতায় সোচ্চার হয়েছে ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথমঞ্চ। একইসঙ্গে তাঁদের দাবি, মন্ত্রী সার্ভিস রুল জানেন না। তাই এই ধরনের মন্তব্য করছেন।


কলকাতাজুড়ে ইডির রেইড

ফের শহরে ইডি হানা। শেক্সপিয়র সরণী থানা এলাকার জেসমিন টাওয়ারে ইডি হানা। একটি সংস্থার এর হেড অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, এই অফিসের আড়ালে হাওয়ালা যোগ রয়েছে। সিজিও কমপ্লেক্স থেকে আরও এভিডেন্স, কাগজ আর কোর্টের কাগজ নিয়ে এই অফিসে হানা দেন। ম্যাংগো লেনের অফিসেও ইডি আধিকারিকরা হানা দেন। কলকাতার আরও একাধিক জায়গায় একই মামলায় তল্লাশি শুরু করেছে ইডি। এই ফাইনান্সিয়াল কোম্পানির বিরুদ্ধে একাধিক আর্থিক তছরুপের মামলা রয়েছে। আইপিও, শেয়ার মার্কেট, বৈদেশিক মুদ্রার লেনদেনের সঙ্গে যুক্ত ছিল। 


নজিরবিহীন রায়ে চ্যালেঞ্জ পর্ষদের

৩৬০০০ চাকরি বাতিলের নজিরবিহীন রায়ে এবার ডিভিশন বেঞ্চে পর্ষদ। পর্ষদকে মামলা করার অনুমতি দিল ডিভিশন বেঞ্চ। প্রাথমিকে শিক্ষক নিয়োগ বাতিল চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা। একক বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা করার অনুমতি বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চের। আগামিকাল শুনানির আবেদন। এদিকে চাকরি হারানো শিক্ষকরাও দ্বারস্থ হচ্ছেন ডিভিশন বেঞ্চের। চাকরিহারাদের বক্তব্য না শুনে কী ভাবে নির্দেশ? প্রশ্ন তুলে মামলা চাকরিহারাদের। “প্রাথমিক চাকরি বাতিলে ৩৬০০০ ‘সংখ্যা’ বিভ্রান্তিমূলক” এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ খোদ মামলাকারীদের। সংখ্যা বিভ্রান্তি কাটাতে আবেদন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি’র। আগামিকাল, মঙ্গলবার আবেদনের শুনানি, জানাল আদালত।


সম্মতি দিলেন রাজ্যপাল

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে এ বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের সার্চ কমিটির বদল আনতে চেয়ে রাজ্য সরকার অর্ডিন্যান্স কার্যকর করল। মূলত উপাচার্য নিয়োগের আইন বদল করতে চেয়ে রাজ্য সরকার অর্ডিন্যান্স আনার জন্য রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠায়। রাজ্যপাল সেই অর্ডিন্যান্সের অনুমোদন দেওয়ার পর এদিনই উচ্চশিক্ষা দফতর নির্দেশিকা জারি করেছে। আর সেই সার্চ কমিটিতেই গুরুত্বপূর্ণ বদল আনল রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য যে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন হবে সেই পাঁচ সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে মুখ্যমন্ত্রীর।


সুকন্যাকে দেখেই হাউ হাউ করে কেন কান্না অনুব্রতর

তাঁর প্রতাপে একসময় বাঘে-গরুতে একঘাটে জল খেত৷ বীরভূমে এমনই দাপট ছিল অনুব্রত মণ্ডলের৷ অথচ জেল বন্দি মেয়েকে সামনে থেকে দেখে সেই অনুব্রতরই যাবতীয় প্রতিরোধ ভেঙে গেল৷ হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল নেতা৷ বাবাকে দেখে তখন সুকন্যারও চোখে জল৷ শনিবার এমনই দৃশ্যের সাক্ষী থাকল তিহাড় জেল৷ দু জনেই তিহাড় জেলে থাকলেও অনুব্রত এবং সুকন্যার মুখোমুখি সাক্ষাত হয় না৷ তবে আদালতের নির্দেশে সপ্তাহে একবার আধ ঘণ্টার জন্য বাবা-মেয়ের সাক্ষাৎ হয়৷ সুকন্যার গ্রেফতারির পর গত শনিবার দ্বিতীয়বার মুখোমুখি হন দু জন৷ সূত্রের খবর, মেয়েকে সামনে দেখেই কান্নায় ভেঙে পড়েন অনুব্রত৷ 



কর্ণাটক নিয়ে মুখরক্ষায় পাল্টা যুক্তি বিজেপি-র

কর্ণাটকে বিধানসভা ভোটে দলের বিপর্যয়ের পর প্রধানমন্ত্রীর উপরে হারের দায় চাপানো বিরোধী শিবিরকে এবার পাল্টা আক্রমণে বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়ে দিয়েছেন, ওই পরাজয়ের জন্য দায়ী প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া। কিন্তু রাজনৌতিক মহলে প্রশ্ন প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া আঁচ করেই তো মুখ্যমন্ত্রী পরিবর্তন করা হয়েছিল। আর যাঁকে নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই বাসবারাজ বোম্মাই বলছেন, “এই হারের দায় মোদির নয়। তিনি তো শুধু কর্ণাটকে ভোটের প্রচারে এসেছিলেন। তিনি গোটা দেশের নেতা। কংগ্রেস নেতৃত্ব কি এমন দাবি করছে যে তারা কর্ণাটকে ভোটে জিতে দেশে ফের ক্ষমতায় আসার পরিস্থিতিতে চলে এসেছে?”


মোখায় ছাড়খাড় মায়ানমার

রবিবার দুপুরে ল্যান্ডফলের পর থেকে ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ‘মোখা’ শক্তি হারিয়ে পরিণত হয়েছে সাইক্লোনিক স্টর্মে। সোমবার সকালে দিল্লির মৌসম ভবন থেকে জানানো হয়েছে, মোখা বর্তমান মায়ানমারের উপরেই রয়েছে এবং ধীরে ধীরে চিনের উত্তর অংশের দিকে এগোচ্ছে। তবে শক্তি হারানোর আগে, রবিবার গোটা দিন ধরে মায়ানমার এবং বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে মোখা। মোখা-র সর্বোচ্চ গতিবেগ ছিল ২৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সংবাদ সংস্থা অ্য়াসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুযায়ী, মোখার দাপটে এখনও পর্যন্ত মায়ানমারে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আর আহত হয়েছেন আরও ৭০০ জন। এছাড়া, সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়েছে বিপুল পরিমাণে।


জুনেই ভারতে আসছে পাকিস্তান

ক্রিকেট যেটা করতে পারেনি সেটাই করে দেখাতে চলেছে ভারতীয় ফুটবল। ভারতের মাটিতে পাকিস্তান বিশ্বকাপ ক্রিকেট খেলতে আসবে কিনা এই নিয়ে দরকষাকষি অব্যাহত। কিন্তু ভারতের মাটিতে আগামী এক দেড় মাসের মধ্যে পাকিস্তান ফুটবল দল খেলতে আসছে এটা নিশ্চিত হয়ে গিয়েছে। ফুটবল সমর্থকদের জন্য এটা অবশ্যই দারুণ খবর। ২১ জুন শুরু হবে এই আট দলের সাফ চ্যাম্পিয়নশিপ। চলবে ৪ জুলাই পর্যন্ত। ভারত, পাকিস্তান, কুয়েত এবং লেবানন ছাড়াও এই টুর্নামেন্টে খেলবে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মালদ্বীপ। শ্রীলঙ্কার উপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় তারা এই টুর্নামেন্টে খেলতে পারবে না। 


মাহির ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করলেন সিএসকে ফ্র্যাঞ্চাইজি

ধোনির অবসর নিয়ে বড় মন্তব্য করলেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। কেকেআর ম্যাচের পর কাশী বিশ্বনাথন ইচ্ছে প্রকাশ করেছেন যাতে এম এস ধোনি পরের মরসুমেও সিএসকের হয়ে খেলেন। চেন্নাই সুপার কিংস এক ভিডিও বার্তায় বলেছেন,”আমরা বিশ্বাস করি যে ধোনি পরের মরসুমেও আমাদের হয়ে খেলবে। আমরা আশা করছি সমর্থকেরা যে ভাবে এত দিন আমাদের ভালবাসা দিয়েছেন সে ভাবেই আগামী দিনে দেবেন।” ফলে সিএসকে ফ্র্যাঞ্চাইজির ইচ্ছে যে ধোনি আগামি আরও এক মরসুম তাদের খেলুক সেটা পরিষ্কার। তবে অবসর নিয়ে সিদ্ধান্ত ধোনির ব্যক্তিগত তা জানিয়েছেন কাশা বিশ্বনাথন।


শানু উগরে দিলেন ক্ষোভ

৮০ ও ৯০ দশকে বলিউডের রাশ ছিল তাঁর হাতেই। তিনি আর কেউ নন কুমার শানু। এক সাক্ষাৎকারে তাঁর সাফ কথা, এখন কার গায়করা সবাঈ ভাল। কিন্তু তাঁদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। তাঁর কথায়, “আমাদের প্রজন্ম ছিল অনেক ভাগ্যবান। আমরা সব কিছু পেয়েছি। যদি এখনকার সঙ্গীত পরিচালকেরা ভারতীয় সঙ্গীতের উপর বেশি জোর দেয় পাশ্চাত্য সঙ্গীতের উপর কম জোর দিয়ে তবে তা সবার জন্যই ভাল।” এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, ” এখন তো অভিনেতারাই ঠিক করছে কে তাঁর জন্য প্লেব্যাক গাইবেন। এর থেকে আমাদের মুক্তি পাওয়া উচিৎ।”

You might also like!