দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের সময় অনেকেই পা ঢাকা জুতো পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু অনেক সময় দেখা যায়,সেই জুতো-মোজা থেকে বাজে গন্ধ বের হয়। লোক সমাজে এহেন পরিস্থিতি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই দুর্গন্ধ এড়াতে নিম্নলিখিত টিপস গুলি মেনে চলুন-
১) শীতকালে যাদের পা ঘেমে যাওয়ার সমস্যা থাকে তাঁরা নিয়ম করে পায়ের যত্ন নিন। প্রত্যহ রাতে শোবার আগে ঈষৎ উষ্ণ জলে নুন ফেলে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখুন, তারপর ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
২) গন্ধ মোজায় পারফিউম স্প্রে করবেন না, এতে সমস্যা বাড়তে পারে।
৩) মোজা পরার আগে পা ভালো করে ধুয়ে নিন। একটু বেকিং সোডা হাতে নিয়ে ভালো করে পায়ে ঘষে নিন। দেখবেন এতে সমস্যা দূর হবে।
৪) বাড়িতে ফিরে জুতোর মধ্যে কিছুটা পরিমাণ কাগজ ঢুকিয়ে রাখুন। এতে জুতোর মধ্যে হওয়া দুর্গন্ধ দূর হবে।
৫) ডেটল জলে মোজা কেচে নিন, অথবা একাধিক মোজা কিনে বদলে বদলে্ পড়ুন।
৬) প্রতি সপ্তাহে একবার জুতো রোদে দিন। এতে জুতোও ভালো থাকবে এবং দুর্গন্ধও হবে না। প্রয়োজনে জুতোর মধ্যে ন্যাপথোলিন রাখতে পারেন।