নবান্নে ঢুকেই বিরাট চমকে দিলেন মমতা!
নবান্নে পৌঁছে হঠাৎ দফতর পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হঠাৎ ভূমি সংস্কার দফতর পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। দফতরের সব কর্মী সঠিক সময় হাজির হচ্ছেন? ভূমি সংস্কার দফতরে সারপ্রাইজ ভিজিটে গিয়ে সচিবকে এমনই প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে এমনই খবর। অর্থ সচিবের ঘরে গিয়েও উপস্থিতির হার কেমন, তা জানতে চান মুখ্যমন্ত্রী। উপস্থিতি নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ সচিবকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্র দফতর পরিদর্শন করেছিলেন। সেই সময় স্বরাষ্ট্র দফতরে কেন ফাইল পড়ে রয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
প্রধান বিচারপতির বেঞ্চে মামলা
এগরা বিস্ফোরণ-কাণ্ডের জল গড়াল কলকাতা হাইকোর্টে। আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরণের ঘটনায় এনআইএ-কে দিয়ে তদন্ত করানোর আবেদন জানিয়ে মামলা হল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। বুধবার মামলা করার অনুমতি চান বিরোধী দলনেতা। মামলার অনুমতি দিয়েছে আদালত। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে ওই মামলার শুনানি হবে বৃহস্পতিবার। মঙ্গলবার দুপুরে এগরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ৯ জনের দেহ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও অনেকে। ঘটনার পর থেকেই এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সেই দাবিতে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার।
তমলুকে সেতু ভেঙে চাপা পড়ে শ্রমিক!
পূর্ব মেদিনীপুরের তমলুকে ব্রিজ মেরামতি করতে গিয়ে বিপত্তি৷ মেরামতি কাজ চলাকালীন পুরনো সেতু ভেঙে পড়ে তারই নীচে চাপা পড়লেন দুই শ্রমিক৷ একজন শ্রমিককে দুর্ঘটনার পর উদ্ধার করা সম্ভব হলেও দুর্ঘটনার বেশ কয়েক ঘণ্টা পরেও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা দ্বিতীয় শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি৷ কংক্রিটের ধ্বংস্তূপের নীচে ওই শ্রমিকের শরীরের অর্ধেক অংশ চাপা পড়ে রয়েছে৷ বাইরে থেকে তাঁকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে৷ ধ্বংসস্তূপ সরিয়ে ওই শ্রমিককে উদ্ধার করার চেষ্টা করছে দমকল এবং পুলিশ কর্মীরা৷ ঘটনাস্থলে এসেছে তমলুক পুরসভার মেডিক্যাল টিমও৷ ঘটনাটি ঘটেছে তমলুক পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে৷
দিলীপ ঘোষের রেলবাংলোয় হামলা
আগে থেকে বলেই দিলীপ ঘোষের বাংলোয় হামলা চালাল কুর্মিরা৷ ‘কাপড় খোলা’র হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ৷ সেই মন্তব্যের প্রতিবাদেই অজিত মাহাতর নেতৃত্বে বিক্ষোভ চালান কুর্মিরা৷ নিঃশর্ত ক্ষমা না চাইলে আরও আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে৷ আজ বুধবার রাতেই দিল্লি থেকে কলকাতা ফেরার কথা দিলীপের৷ তার আগেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ ধুন্ধুমার বিক্ষোভের পরেও অবশ্য নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ৷ রাজনৈতিক চক্রান্তের কারণে হামলা বলেই জানিয়েছেন বিজেপি সাংসদ৷ রবিবারও লালগড়ে সভা করতে গিয়ে কুর্মিদের তুমুল বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ।
মেয়ের মৃতদেহ মোটরবাইকে করে বাড়ি ফিরল বাবা
কদিন আগেই বাংলা দেখেছে সেই ভয়ঙ্কর দৃশ্য৷ এবার মধ্যপ্রদেশের ভোপালেও মর্মান্তিক ঘটনার সাক্ষী এক বাবা৷ অ্যাম্বুল্যান্স পরিষেবা দিতে অস্বীকার করায় মোটরবাইকে করেই নিজের ১৩ বছরের মেয়ের দেহ বাড়ি নিয়ে গেল বাবা৷ লক্ষ্মণ সিং৷ কোটার বাসিন্দা৷ শাহদল শহর থেকে তাঁর গ্রামের দূরত্ব ৭০ কিলোমিটার৷ দীর্ঘদিন ধরেই সিকল সেল অ্যানিমিয়ায় ভুগছিল তাঁর মেয়ে মাধুরী৷ সম্প্রতি সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে, তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়৷ কিন্তু, তাতেও শেষরক্ষা হয়নি৷ গত সোমবার রাতে হাসপাতালে মৃত্যু হয় বছর তেরোর সেই কিশোরীর৷
সিদ্দারামাইয়ার শর্ত ফাঁস কংগ্রেস বিধায়কের
কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদের নির্বাচন নিয়ে নতুন এক জটের আভাষ উঠে এল এক কর্ণাটক বিধায়কের কথায়৷ তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে এক অদ্ভুত শর্ত দিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ তিনি বলেছেন, হয় তিনি মুখ্যমন্ত্রী হবেন, না হলে অন্য তৃতীয় কেউ হবে, কিন্তু শিবকুমার কখনই যেন মুখ্যমন্ত্রী না হন৷ একজন ভোক্কালিকা সম্প্রদায়ের কংগ্রেস বিধায়ক এই তথ্য প্রকাশ করেছেন বলে খবর মিলেছে৷ সেই বিধায়ক বিস্তারিত জানিয়েছেন, তিনি সমস্তরকম সমীক্ষার ফল পেয়েছেন৷ সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ বিধায়ক মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন সিদ্ধারামাইয়াকে৷ মাত্র ১০ শতাংশের সমর্থন রয়েছে শিবকুমারের দিকে৷
২৪ মে হচ্ছে না কোয়াড বৈঠক
আগামী ২৪ মে সিডনিতে কোয়াডের বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গতকাল বিদেশ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে মোদীর এই বিদেশ সফরের কথা জানানো হয়। তবে বুধবারই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্য়ান্টনি অ্যালবানিজ জানিয়ে দিলেন, আগামী সপ্তাহে সিডনিতে কোয়াড বৈঠক হবে না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সবুজ সংকেত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, কোয়াডের সদস্য দেশগুলি হল অস্ট্রেলিয়া, জাপান, ভারত ও আমেরিকা। আগামী সপ্তাহে ২৪ মে এই চার সদস্যে দেশের নেতাদের নিয়েই এই কোয়াড বৈঠক হওয়ার কথা ছিল।
ওড়িশাতেই লোবেরা
জল্পনার অবসান। অবশেষে আইএসএলে ফিরছেন সের্গিও লোবেরা। তবে ইস্টবেঙ্গলে নয়, হাইপ্রোফাইল কোচ আসছেন ওড়িশা এফসিতে। লোবেরাকে নেওয়ার দৌড়ে প্রথম থেকেই ইস্টবেঙ্গলের সঙ্গে ছিল ওড়িশা এফসিও। যদিও একটা সময় ইস্টবেঙ্গলকে মৌখিক প্রতিশ্রুতিও দিয়েছিলেন আইএসএলের অন্যতম সফল কোচ। তবে শেষ পর্যন্ত লোবেরাকে হাতছাড়া করল লাল-হলুদ। স্প্যানিশ কোচকে ছিনিয়ে নিল ওড়িশা। আজ, বুধবার ওড়িশার পক্ষ থেকে সরকারিভাবে লোবেরার কোচ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আইএসএলের অন্যতম সফল কোচ লোবেরাকে পাওয়ার পরে ওড়িশা এফসি টুইটারে জানিয়েছে, “সরকারিভাবে জানানো হচ্ছে ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় ‘ওপেন সিক্রেট’। আমাদের নতুন কোচ হলেন সের্গিও লোবেরা।”
তাক লাগাচ্ছে খুদে বর্ণালী
আকারে, উচ্চতায় ৬ বছরের বাচ্চা যেমন হওয়া উচিত চুঁচুড়ার বর্ণালী চন্দ ঠিক তেমনই। তবে নিজের বয়সী আর পাঁচটা শিশুর থেকে সে আলাদা। দেখতে ছোট হলে কী হবে, এই বয়সেই বর্ণালীর কীর্তি অবাক করে দেওয়ার মতো। যে বয়সে হাত পায়ে চঞ্চলতা থাকে, সেই বয়সে হাত পায়ের সঠিক ব্যবহার করে ‘ব্ল্যাক বেল্ট’ চুঁচুড়ার বর্ণালী চন্দ। মাত্র ছয় বছর বয়সে দশটি কাতা শিখে দেশের মধ্যে খুদে ‘ব্ল্যাক বেল্ট’র অধিকারী হয়েছে বর্ণালী। দশটি কাতা শিখতে অনেকের প্রায় বারো তেরো বছর সময় লেগে যায়। ছয় বছর বয়সী বর্ণালী এখনই তা রপ্ত করে ফেলেছে।
মন্নতে মার্কিন রাষ্ট্রদূত
সদ্য ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন এরিক মাইকেল গারসেটি। এরই মধ্যে শাহরুখ খানের বাড়িতে দেখা গেল তাঁকে। বাদশাহ-সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এরিক লেখেন, “আমার কি বলিউডে পা রাখার সময় হয়ে গিয়েছে?” এছাড়াও বিশ্ব দরবারে বলিউডের সাংস্কৃতিক প্রভাব নিয়েও কিং খানের সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন তিনি। চলতি বছরের ১১ মে ভারতের মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এরিক। তারপর থেকে বহু বিশিষ্ট জনের সঙ্গে দেখা করেছেন তিনি। এবার মঙ্গলবার শাহরুখের মন্নতে পা রাখলেন এরিক। সুপারস্টারের সঙ্গে দারুণ আড্ডার পর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন।