Breaking News
 
Narendra Modi : রাহুলকে নিশানা করে মোদী বললেন, ‘শক্তির বিনাশ হতে দেব না’,‘চ্যালেঞ্জ গ্রহণ করলাম’পাল্টা কটাক্ষ মোদীর DG Rajeev Kumar - Election Commission:রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন Elvish Yadav Arrested: অন্য মাত্রার ‘ট্রিপ’ দিতে গিয়ে শ্রীঘরে Bigg Boss জয়ী এলভিশ যাদব,গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে Electoral Bond Controversy:পার্টি অফিসে কেউ রেখে যায় ১০ কোটির বন্ড, কমিশনকে জানিয়েছে নীতীশের দল Arvind Kejriwal:জল দুর্নীতির মামলাতেও ইডির তলব এড়িয়ে গেলেন কেজরীওয়াল, এই মামলায় অভিযোগটা কী Electoral Bonds: স্টেট ব্যাঙ্ক ফের সুপ্রিম-তোপের মুখে,নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশে ডেডলাইন বাঁধল শীর্ষ আদালত

 

Duranta barta Audible Pod casts

9 months ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( সোমবার , ২৯ মে, ২০২৩ )

top 10
top 10

 

তৃণমূলে বায়রন

শেষ রক্ষা হল না। সাগরদিঘি উপ নির্বাচনের তিন মাসের মধ্যেই শেষমেশ তৃণমূলেই যোগ দিলেন কংগ্রেসের একমাত্র বিধায়ক বায়রন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনের ক্ষততে অবশেষে মলম দিতে পারল তৃণমূল। এদিন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সভায় বায়রন আসেন৷ নবজোয়ার কর্মসূচি চলাকালীন অভিষেকের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন বায়রন৷ তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ বায়রন বলেন, ‘‘আমার জয়ের পিছনে কংগ্রেসের কোনও অবদান ছিল না৷ আমি তৃণমূলের টিকিট চেয়েছিলাম৷ কোনও কারণে হয়নি৷ বিশ্বাসঘাতকতা করেছি বলে মনে হয়না৷’’


কিংপিন পার্থই


ইডির বিশেষ আদালতে অর্পিতা মুখোপাধ্যায় জামিনের আবেদনের শুনানি। গ্রেফতারির ৩২২ দিনের মাথায় আদালতে অর্পিতাকে সশরীরে পেশ করে জামিনের আবেদন করলেন তাঁর আইনজীবীরা। দিল্লি হাইকোর্টের আইনজীবী বৃন্দা গ্রোভার আজ অর্পিতার হয়ে সওয়াল করেন। সেখানেই জামিনের আবেদন করে অর্পিতার আইনজীবী বলেন, পার্থই কিংপিন, বোরে অর্পিতা, তাই জামিন দেওয়া হোক অর্পিতাকে। ইডির চার্জশিটে উল্লেখ থাকা একাধিক ব্যক্তির নাম নিয়ে এবং তাদের ভূমিকাকে সামনে রেখে ও তাদের বয়ানকে উল্লেখ করে অর্পিতার আইনজীবী এজলাসে জানান, সমস্ত ব্যবসায়িক বিষয় এবং সমস্ত কিছুর মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের কোনো ভূমিকা নেই। 


বাজি কারখানা


রাজ্যের পড়ে থাকা ‘পরিত্যক্ত জমি’তেই এবার বাজি কারখানা করতে চাইছে নবান্ন। ইতিমধ্যেই তার জন্য সোমবার বিশেষ নির্দেশ ফের জেলাগুলিকে পাঠাল নবান্ন। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবারের মধ্যেই সেই জমি খুঁজে বের করে তালিকা পাঠানোর নির্দেশ জেলাশাসকদের দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফে। এদিনের দেওয়া নির্দেশে বলা হয়েছে ,যে অঞ্চলে বাজি কারখানা রয়েছে তার সংলগ্ন অঞ্চলেই যে সমস্ত জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে তার তালিকা তৈরি করে আগামিকাল, মঙ্গলবারের মধ্যেই পাঠাতে। প্রাথমিকভাবে রাজ্য সরকার ক্লাসটার তৈরি করার কথা পরিকল্পনা করলেও আপাতত পরিত্যক্ত জমিগুলিতে বাজি তৈরির কারখানা করতে চাইছে নবান্ন। 


CID তদন্তের নির্দেশ


শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনার তদন্ত করবে সিআইডি। জানা গিয়েছে, সিআইডির একটি টিম ঝাড়গ্রামের দিকে রওনা দিয়েছে। অন্যদিকে, ওই দিনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম নিশিকান্ত মাহাত। এর আগে হামলায় যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ৫ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখাচ্ছিল কুড়মি সম্প্রদায়ের মানুষ। গড় শালবনি এলাকায় অভিষেকের কনভয় যাওয়ার সময় বিক্ষোভ বাড়ে। কনভয়ে হামলার অভিযোগ উঠে। অভিষেকের গাড়ি বেরিয়ে যাওয়ার পর কনভয়ে থাকা মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ইট এসে পড়ে। 


মৃত্যু ৭ ইঞ্জিনিয়রিং পড়ুয়ার!


সোমবার কাকভোরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল সাত ইঞ্জিনিয়রিং পড়ুয়ার। মৃত তরুণেরা প্রত্যেকেই অসম ইঞ্জিনিয়রিং কলেজের ছাত্র। একটি ইঞ্জিনিয়ারিং কলেজের দশ পড়ুয়া মিলে গাড়ি নিয়ে সোমবার কাকভোরে বেরিয়েছিলেন ছাত্রাবাস থেকে। ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির জেরে পথে নিয়ন্ত্রণ হারান চালক। গাড়ি নিয়ে ধাক্কা মারে পথ বিভাজিকায়। তার পর গাড়িটি সোজা গিয়ে মারে একটি পিকআপ ভ্যানে। দুর্ঘটনাটি ঘটেছে গুয়াহাটির জুলুকবাড়ি এলাকায়।


সিসিটিভিতে বন্দি নৃশংস হত্যাকাণ্ড


অন্তত ২০ বার ছুরিকাঘাত, তারপর পাথরের স্ল্যাব দিয়ে মেরে মেরে থেঁতলে দেওয়া হল তার মাথা। রবিবার সন্ধ্যায়, নয়া দিল্লির রোহিনী এলাকায় প্রকাশ্য রাস্তায় নৃশংসভাবে হত্যা করা হল ১৬ বছরের এক মেয়েকে। অভিযুক্ত নিহত মেয়েটির বয়ফ্রেন্ড। এই ভয়াবহ হত্যাকাণ্ড ধরা পড়েছে ওই এলাকার সিসিটিভি ক্যামেরায়। আশ্চর্যজনক ঘটনা হল, সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে, এই হত্যাকাণ্ড যখন চলছে, সেই সময়ে ওই এলাকা দিয়ে বহু মানুষ চলাচল করছিলেন। কিন্তু, তাঁরা কেউই হামলাকারী যুবককে থামানোর চেষ্টা পর্যন্ত করেননি। খবর পেয়ে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। সোমবার সকালে, সাহিল নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। 


তৃতীয়বার তুরস্কের প্রেসিডেন্ট হলেন এরদোয়ান


তুরস্কে দ্বিতীয় দফার (রান-অফ) ভোটে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। ৯৯.৪৩ শতাংশ ভোট গণনা শেষে এরদোগান ৫২.১৬ শতাংশ ভোট পাওয়ায় এক সংবাদ সম্মেলনে তাকে বিজয়ী ঘোষণা করেছেন তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের চেয়ারম্যান আহমেত ইয়েনার। তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৭.৮৪ শতাংশ ভোট। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ভোটারের উপস্থিতি ছিল ৮৫.২৪ শতাংশ। দ্বিতীয় দফা নির্বাচনে বিজয়ের পর দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ২০ বছর ধরে ক্ষমতায় থাকা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, এই জয় সাড়ে আট কোটি তুর্কির। 


লন্ডন পাড়ি দিলেন যশস্বী


দরজায় কড়া নাড়ছে বিশ্ব টেস্ট ফাইনাল। ৭ জুন থেকে শুরু হবে আইসিসির এই মেগা ইভেন্ট। এ বার WTC ফাইনালের জন্য ইংল্যান্ড উড়ে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সঙ্গে গেলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ১৬তম আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের ফলে, রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়ালকে WTC ফাইনালের জন্য ভারতীয় স্কোয়াডে রেখেছে বিসিসিআই। তিনি স্ট্যান্ডবাই হিসেবে ইংল্যান্ডে গেলেন। রোহিতের সঙ্গে বিমানে সেলফি নিয়ে তা ইন্সটাগ্রামে পোস্ট করেছেন যশস্বী। ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম।’


বিদায়


ফরাসি ওপেনে প্রথম রাউন্ডে হেরে বিদায় নিলেন সুইডিশ টেনিস খেলোয়াড় মিকায়েল ইয়ামার। ইতালির লোরেঞ্জো মুসেত্তির কাছে স্ট্রেট সেটে হেরে ফরাসি ওপেন থেকে বিদায় নিলেন ইয়ামার। প্রথম তিন সেটেই ধরাসায়ী সুইডিশ টেনিস খেলোয়াড়। খেলার ফল মুসেত্তির পক্ষে ৭-৫, ৬-২, ৬-৪। বিশ্বের টেনিস ক্রমতালিকায় ৫৬ নম্বরে রয়েছেন ইয়ামার। ২৪ বছরের টেনিস খেলোয়াড় ফরাসি ওপেন থেকে বিদায় নেওয়ার পর বলেন, ‘সবাইকে সম্মান দিয়েই বলছি, ভিডিয়োয় পরিষ্কার দেখা গিয়েছে কী কারণে আমি ও রকম আচরণ করেছিলাম। জানি সেটা ভুল হয়েছে। তবে আমাকেও তো ওই ঘটনাটা বলার সুযোগ দেওয়া উচিত ছিল। ভিডিয়োয় পরিষ্কার বোঝা গিয়েছে আমার শরীরী ভাষা।’


আশঙ্কায় পরিচালক


‘দ্য কেরালা স্টোরি’র পর এবার বিতর্কের কেন্দ্রে ছবি ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’। ছবির পরিচালক সানোজ মিশ্রের বিরুদ্ধে ইতিমধ্যেই নোটিস জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদের জন্য আমহার্স্ট স্ট্রিট থানায় তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। এবার এই তলবের প্রেক্ষিতে মুখ খুললেন সানোজ। তাঁর বিস্ফোরক মন্তব্য, প্রাণ নিয়ে আশঙ্কায় তিনি। তাঁর ভয়, কলকাতায় এলে খুন হয়ে যেতে পারেন তিনি। পুলিশের সঙ্গে দেখা হওয়ার আগেই তাঁর প্রাণ চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। একই সঙ্গে তাঁর অভিযোগ, হেনস্থা করার উদ্দেশেই তাঁর বিরুদ্ধে সমন জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

You might also like!