Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 (বুধবার ,২৪ মে , ২০২৩)

top 10
top 10

 

হাওড়ায় বাজেয়াপ্ত ৪০০ কেজি বাজি


এগরা-বজবজ-মালদা! একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ অব্যাহত। প্রাণ হারিয়েছেন অনেকে। তৎপর হয়েছে প্রশাসন। জেলায়-জেলায় চলছে ধরপাকড়। বেআইনি বাজি কারখানা বন্ধের জেরে একটি নোটিশও জারি করা হয়েছে নবান্নের তরফে। এবার হাওড়ায় বিভিন্ন থানা এলাকায় তল্লাশি পুলিশ প্রায় আটশো কেজি বাজি বাজেয়াপ্ত করেছে। গ্রেফতার হয়েছেন তিনজন। হাওড়া কমিশনারেট ও গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নেমেই ডোমজুর থানা এলাকায় উদ্ধার হয় প্রায় ৪০০ কেজি বাজি। বালির নিশ্চিন্দা এলাকায় উদ্ধার ১০০ কেজি বাজি উদ্ধার হয়েছে। অপরদিকে, দক্ষিণ হাওড়া দাসনগর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে প্রায় ১৪৮ কেজি বাজি।


অভিমানে আত্মহত্যা ক্লাস এইটের ছাত্রীর


অষ্টম শ্রেণির ছাত্রী। বাড়ির পাশের একটি স্কুলে পড়াশোনা করত। তবে ছোট্ট মেয়েটি যে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেবে কেউ হয়ত ঠাউর করতে পারেনি। সোমবার রাত্রিবেলা পড়াশোনা নিয়ে বকা দেয় পরিবারের সদস্যরা। অভিমানে আত্মঘাতী হল কিশোরী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৮ নং অঞ্চলের সাউথপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা নাগাদ পড়াশোনা নিয়ে বকাবকি করে বাড়ির লোকজন। এরপর মঙ্গলবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। মৃত ছাত্রীর নাম সৃজিতা ঘোড়ুই (১৪)। সে স্থানীয় হরিরহাট স্কুলে পড়াশোনা করত। ইতিমধ্যেই সবং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।


কালীঘাটের মন্দিরে ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীরা


হকের চাকরির দাবিতে আজও রাস্তায় বসে রয়েছেন ওঁরা। আজ ৮০০ দিন অতিক্রান্ত। ঘর-সংসার, পরিবার সব ফেলে রেখে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএলএসটি নবম-দশম ও একাদশ-দ্বাদশের চাকরিপ্রার্থীরা। বেকারত্বের জ্বালা, যন্ত্রণা, কান্না আর একরাশ দুঃখ বুকে নিয়ে ঠাঁয় রাস্তার ধারে বসে তাঁরা। সেই ২০১৬ সালের বিজ্ঞপ্তি। পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর নাম যে প্যানেলে ঢোকানো হয়েছিল, সেই প্যানেলেরও চাকরিপ্রার্থী ওঁরা। বঞ্চনার অভিযোগ বার বার উঠেছে, কিন্তু চাকরি মেলেনি আজও। এমন অবস্থায় আন্দোলনের ৮০০ দিনের মাথায় তাঁরা পুজো দিলেন কালীঘাটের মা কালীর কাছে। আশা, ঠাকুর হয়ত এবার একটু মুখ তুলে চাইবে।


 ভেঙে পড়লেন মদন মিত্র


নাহ। এত লড়াই, এত চেষ্টার পরেও শেষ রক্ষা হল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে রবিবার কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো সম্ভব হয়েছিল এসএসকেএম হাসপাতালে বেড না পাওয়া শুভদীপ পালকে। আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল শুভদীপের। বেলা প্রায় সাড়ে ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুভদীপকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন মদন মিত্র। বেড না পাওয়ার পর এসএসকেএম কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। আজ শুভদীপের মৃত্যুর খবরে কার্যত ভেঙে পড়েছেন কামারহাটির বিধায়ক। ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।’ 


প্রথম ইশিতা কিশোর


২০২২ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় ছড়ি ঘোরালো মেয়েরাই। পাবলিক সার্ভিস কমিশনের মঙ্গলবার ২০২২ সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশ করা হল। প্রথম স্থান অধিকার করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ইশিতা কিশোর। তবে শুধু প্রথম স্থানই নয়, মেধা তৈালিকার প্রথম চারটি স্থানেই রয়েছেন মেয়েরা। দ্বিতীয় হয়েছেন গরীমা লোহিয়া, তৃতীয় উমা হারাথি এন এবং চতুর্থ হয়েছেন স্মৃতি মিশ্র। ইশিতা কিশোরের মতো গরিমা লোহিয়া এবং স্মৃতি মিশ্রও দিল্লি বিশ্ববিদ্যালয়েরই স্নাতক। আর, তৃতীয় স্থানাধিকারী উমা হারাথি এনের হায়দরাবাদ আইআইটি থেকে বি-টেক ডিগ্রি রয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় বছর সিভিল সার্ভিস পরীক্ষার প্রথম তিন স্থান মেয়েদের দখলে গেল। 


নতুন বিল আনার ঘোষণা শাহের


দেশের জনগণের জন্ম ও মৃত্যু সংক্রান্ত হিসাবে রাখতে চায় কেন্দ্র। জন্ম ও মৃত্যুর হিসাবকে ভোটার তালিকার সঙ্গে যুক্ত করার জন্য নতুন বিল আনার কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য জাতীয় পঞ্জিকরণ তালিকায় নথিভুক্ত করা হবে। ভোটার তালিকা এবং দেশের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দরকারে তা ব্যবহার করা হবে বলে দাবি শাহের। জন্ম ও মৃত্যু সংক্রান্ত এই নিবন্ধনের তথ্য সরাসরি নির্বাচন কমিশনের কাছে এলে তা দিয়ে ভোটার তালিকার সংশোধন করা আরও সহজ হবে বলে দাবি কেন্দ্রের। 


সেবাস্টিয়ানকে ‘নাটু, নাটু’ গান শেখার পরামর্শ নমোর


বিদেশ সফরের শেষ পর্যায়ে সোমবার অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সিডনিতে তাঁকে মহা সমারোহে স্বাগত জানানো হয়। এই সফরকালে অস্ট্রলিয়ার একাধিক শিল্পপতি, সংস্কৃতি জগতের তারক-তারকাদের সঙ্গে দেখা করেন মোদী। ভারতের প্রধানমন্ত্রীর কৃতিত্ব দেখে বিস্মিত হয়েছেন অস্ট্রেলিয়ার তারক-তারকারা। আর এর মধ্যেই রকস্টার সেবেস্টিয়ানকে আরআরআর ছবির নাটু নাটু গান শিখতে বলেন। এই সফরে সেলিব্রিটি শেফ তথা রেস্তোরাঁর মালিক সারাহা টড থেকে শুরু করে রক গায়ক সেবাস্টিয়ানের সঙ্গে দেখা করেন তিনি। মোদী সেবাস্টিয়ানকে আরআরআর ছবির অস্কার প্রাপ্ত গান ‘নাটু নাটু’ গান শিখতেও বলেন।



বার্তা বিরাটের


এতগুলো বছর পেরিয়ে গিয়েছে, এখনও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ বার যেমন এখনও অরেঞ্জ ক্যাপের তালিকায় জ্বলজ্বল করছে ফাফ ডু’প্লেসি, বিরাট কোহলিদের নাম। কিন্তু এই দলটাই গুজরাট টাইটান্সের কাছে হেরে এ বারের আইপিএল থেকে বিদায় নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিরাট তিনটি ছবি শেয়ার করে লেখেন, ‘এই মরসুমে একাধিক মুহূর্ত তৈরি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারিনি। হতাশ হলেও আমাদের মাথা উঁচু রাখতে হবে। আমাদের সমর্থকদের প্রতিটি পদক্ষেপে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। কোচ, ম্যানেজমেন্ট এবং আমার সতীর্থদেরও ধন্যবাদ। আগামী মরসুমে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’



লন্ডন রওনা প্রথম ব্যাচের


মিশন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ২০২৩ আইপিএলের ঘোর কাটতে না কাটতেই WTC ফাইনালের দামামা বেজে যাবে। আইপিএল শেষ হওয়ার সপ্তাহ খানেকের মধ্যে টেস্ট বিশ্বকাপের ফাইনাল। ৭ জুন থেকে লন্ডনের ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আইপিএলের কারণে তিন ভাগে ভারতীয় দলকে লন্ডনে পাঠানো সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। মঙ্গলবার লন্ডন রওনা দিল ভারতীয় দলের প্রথম ব্যাচ। যে দলগুলির ক্রিকেটাররা প্লে অফে নেই তাঁদের মধ্যে কয়েকজন প্রথম ব্যাচে লন্ডন যাচ্ছেন। অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কোচ রাহুল দ্রাবিড়-সহ কোচিং স্টাফরা রওনা দিয়েছেন। 



অক্ষয়কে দর্শন করতে ছুটে এলেন পুণ্যার্থীরা


কেদারনাথে অক্ষয় কুমার। বরাবরই শিব ভক্ত তিনি। মাঝে মধ্যেই পুজো দিতে দেখা যায় তাঁকে। তাঁকে বৈষ্ণদেবী দর্শণ করতে দেখা গিয়েছিলেন সম্প্রতিতে। তবে অক্ষয় কুমার সেবার গিয়েছিলেন ছদ্মবেশে। এবার তিনি প্রকাশ্যে আলোতে সকলের সামনে হাজির হলেন। কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছিল মন্দির চত্বর। কেদারনাথে আসা সকলেই সেই বিশেষ মুহূর্তে অক্ষয় কুমারের সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাইছিলেন, চাইছিলেন একটি ছবি তুলতে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো বর্তমানে ভাইরাল। তিনি নিজেও ছবি শেয়ার করলেন কেদারনাথের। তবে কী ফ্লপ তকমা ঘোচাতেই দর্শনে ছুটলেন তিনি! প্রশ্ন নেটপাড়ার একাংশের। শেষ কয়েকটি ছবি পর পর ফ্লপ হয় অক্ষয়ের।

You might also like!