সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানাও দিতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার দুর্গাপুরের ক্যাম্প থেকে আইনজীবীদের সঙ্গে এই বিষয়ে কথাও বলেছেন তিনি। অর্ডার কপি হাতে পেলেই দ্রুত সুপ্রিম কোর্টে দায়ের হবে মামলা। সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২৮ এপ্রিল এজলাস বদল হয় অভিষেক মামলার৷ বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে এই চিঠি মামলার শুনানি৷ এখানেও আদালতের পূর্ববর্তী নির্দেশ খারিজ করার আবেদন জানান অভিষেকের আইনজীবী৷
CID তদন্তের নির্দেশ হাইকোর্টের
এগরার বিস্ফোরণের ঘটনায় সিআইডি-কে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিস্ফোরক আইন মেনে তদন্ত করবে সিয়াইডি। আদালতে এনআইএ তদন্তের আর্জি জানাল হলেও, এখনও সে ব্যাপারে কোনও নির্দেশ দেয়নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, ওই এলাকায় পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর ৯ জনের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে বাজি কারখানায় বিস্ফোরণ বলে দাবি করে পুলিশ। তবে বিরোধীদের দাবি, আসলে বাজি কারখানার নামে চলছিল বোমা বানানোর কাজ।
শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশ
১৯ মে অর্থাৎ শুক্রবার ফলপ্রকাশ হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার। সকাল ১০টায় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এরপর দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন ৷ ৭৫ দিনের মাথায় চলতি বছরের মাধ্যমিকের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। শুক্রবার, ১৯ মে সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ওই দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে পেয়ে যাবেন। এমনটাই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে।
হাইকোর্টে স্বেচ্ছাবসর
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারিত করেন রাজ্যপাল। উপাচার্য সাধন চক্রবর্তী এই অপসারণ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতে তাঁর আইনজীবীর বক্তব্য ছিল, রাজ্যপালের এ হেন নির্দেশে সাধন চক্রবর্তীর সম্মানহানি হয়েছে। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এ মামলার শুনানি শুরু হয়। বৃহস্পতিবার আদালতে উপাচার্য নিজেই স্বেচ্ছাবসরের কথা জানান। রাজ্যপাল উপাচার্যের বরখাস্তের চিঠি প্রত্যাহার করে নিচ্ছেন। আগামিকাল অর্থাৎ শুক্রবারের মধ্যে ইস্তফা দেবেন উপাচার্য। তিনি নিজেই স্বেচ্ছাবসরের কথা জানান হাইকোর্টে।
সিদ্দারামাইয়া কর্নাটকের মুখ্যমন্ত্রী
কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপড়েন চলছিল| অবশেষে সেই জট কাটল| কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম| দক্ষিণের এই রাজ্যটির মুখ্যমন্ত্রী হচ্ছেন সি সিদ্দারামাইয়া| আর ডেপুটি মুখ্যমন্ত্রীর পদে বসছেন ডিকে শিবকুমার| বৃহস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল কর্নাটকের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছেন| তিনি আরও বলেন, ‘‘আমাদের একটি গণতান্ত্রিক দল, আমরা ঐক্যমত্যে বিশ্বাস করি, স্বৈরাচারে নয়|’’
'নতুন' আর্জি নিয়ে আদালতে অনুব্রত
গরু পাচার মামলায় এবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জেলমুক্তির আবেদন অনুব্রতর। দিল্লির আদালতে ফের জামিনের আবেদন করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের সিবিআইয়ের বিশেষ বেঞ্চে আগামী ২৩মে ফের এই মামলার শুনানি। অনুব্রতর ঘনিষ্ঠ সূত্রের দাবি, গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাঁর হৃদযন্ত্রে ৭২-৭৫ শতাংশ ব্লকেজ রয়েছে। শ্বাসকষ্টের গুরুতর সমস্যা। সমস্যাও রয়েছে লিভারেও। নিয়মিত ওষুধ খাচ্ছেন অনুব্রত। তাই তাঁর বাইরে গিয়ে চিকিৎসার প্রয়োজন। জেল হাসপাতালের চিকিৎসকদের উপর যে আস্থা নেই, সেটা আগেই জানিয়েছিলেন তিনি। এবার বাইরে গিয়ে চিকিৎসার আবেদন জানিয়ে জামিনের আর্জি জানালেন অনুব্রত।
এখনও টিকে ইমরান
ফের উত্তপ্ত হতে চলেছে লাহোর। সেনা-প্রশাসনের তরফে হুঁশিয়ারি আগেই দেওয়া হয়েছিল। অভিযুক্ত দুষ্কৃতীদের প্রশাসনের হাতে তুলে দেওয়ার সময়সীমাও বৃহস্পতিবার শেষ হয়ে গিয়েছে। ফলে বৃহস্পতিবার ফের প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ি ঘিরেছে শেহবাজ সরকারের পুলিশ। তাহলে কি আবার গ্রেফতার হতে পারেন ইমরান খান? এমনই আশঙ্কা দেখা দিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী খোদ এই আশঙ্কা প্রকাশ করে ইতিমধ্যে টুইট করেছেন। তবে এদিনই ইমরানের জামিনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে আদালত। যা অনেকটাই স্বস্তি দিয়েছে PTI প্রধানকে। এদিকে, আল কাদির ট্রাস্ট মামলায় এদিন আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল ইমরান খানের। কিন্তু, তিনি হাজিরা দেননি।
‘গিয়ে শোয়েবকে জিজ্ঞেস করুন’
শোয়েব মালিকের সঙ্গে নাকি যাবতীয় সম্পর্ক চুকিয়ে বুকিয়ে দিয়েছেন সানিয়া মির্জা। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। জল্পনা, ডিভোর্স পেপারে দুই পক্ষই সইসাবুদ সেরে ফেলেছে। বহুদিন হল সানিয়াকে তাঁর শওহরের নাম মুখে আনতে দেখা যায়নি। অবশেষে শোয়েব সম্পর্কে মুখ খুললেন ভারতীয় টেনিসের পোস্টার গার্ল। পেশাদার কমিটমেন্ট সামলে ছেলেকে সময় কীভাবে দেন, জিজ্ঞেস করেছিলেন এক সাংবাদিক। সাংবাদিকের প্রশ্নের উত্তরে সানিয়া বলেন, “আমি সেভাবেই ম্যানেজ করি যেভাবে আমার হাসবেন্ড ম্যানেজ করে।” এরপর তিনি বলেন, “আপনি শোয়েব মালিককে গিয়ে এই প্রশ্নটা করুন। তিনি উত্তর দিলে আমিও আপনার প্রশ্নের জবাব দেব।”
অবশেষে
একসময় ইস্টবেঙ্গল, মোহনবাগান ফুল ছড়াত ওই মাঠে। একসময় গোয়া-মুম্বই সফরে এসে পা রাখত ওই স্টেডিয়ামে। একসময় আই লিগ থেকে আইএফএ শিল্ড সব বড় টুর্নামেন্ট আয়োজিত হত সবুজে ঘেরা ওই মাঠে। আজ সেই মাঠই কার্যত খোয়াড় হয়ে গিয়েছে। প্রায় ৫ বছর হল প্রথম সারির কোনও ফুটবল টুর্নমেন্ট আর হয়নি। ইস্টবেঙ্গল, মোহনবাগান আইএসএলে ঢোকার আগেই ব্রাত্য হয়ে গিয়েছে বারাসত স্টেডিয়াম। একসময় যে স্টেডিয়ামে রাতের ম্যাচে উজ্জ্বল হত বারাসত, সেই স্টেডিয়ামই কার্যত অন্ধকারে ডুবেছে। দেরিতে হলেও ঘুম ভাঙল প্রশাসনের। বারাসত স্টেডিয়ামকে এ বার মূলস্রোতে ফেরানোর উদ্যোগ নিল রাজ্য সরকার।
বিস্ফোরক দাবি কঙ্গনার
বলিউডে বিতর্কের আরেক নাম কঙ্গনা রানাওয়াত। ইন্ডাস্ট্রি হোক বা ইন্ডাস্ট্রির বাইরে, বিনোদন বা রাজনীতি সব বিষয়েই বিস্ফোরক মন্তব্য করে থাকেন নিয়মিত ভাবেই। সমাজ মাধ্যমে ফের একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন কঙ্গনা রনাওয়াত। দেশদ্রোহীদের বিরুদ্ধে মুখ খোলার জন্য ৩০ থেকে ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে তাঁর, এবার এই দাবি করলেন কঙ্গনা। কখনও হৃতিক রোশনের সঙ্গে সম্পর্ক নিয়ে তুলকালাম বাঁধিয়েছেন, কখনো করণ জোহরকে নেপটিজমের ধ্বজাধারী বলে তোপ দেগেছেন। আবার এই কঙ্গনাই বলেছিলেন, ১৯৪৭ সালের স্বাধীনতা ছিল ভিক্ষে করে পাওয়া, দেশ আসলে স্বাধীন হয়েছিল ২০১৪ সালে। মুম্বই এর সঙ্গে তুলনা করেছিলেন পাক অধিকৃত কাশ্মীরের।