Duranta barta Audible Pod casts

10 months ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( রবিবার, ১৪ মে , ২০২৩)

top 10
top 10

 

১/ আইসিএসই , আইএসসিতে বাজিমাত করল বাংলা 

আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) সর্বভারতীয় পরীক্ষার ফল প্রকাশিত হল। আইসিএসই পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছে মোট ন’জন।আইসিএসই (দশম) পরীক্ষায় প্রথম  হয়েছে সম্বিত। বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিতের বাড়ি বর্ধমান শহরের পার্কার রোডে।  সারা দেশে আইএসসি পরীক্ষায় প্রথম হয়েছেন কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্যা গুপ্ত।  

২/ মোকা দূরে যেতেই আবহাওয়ায় বদল আসতে চলেছে বাংলায় 

ঘূর্ণিঝড় মোকার জন্য গত এক সপ্তাহ ধরে টান পড়ছিল বাংলার জলীয় বাষ্পে। রবিবার সেই প্রবল পরাক্রমী ঘূর্ণিঝড় বাংলাদেশ এবং মায়ানমারের মাঝামাঝি এলাকায় উপকূলে আছড়ে পড়ার পরেই বঙ্গোপসাগর থেকে আবার জলীয় বাষ্প সঞ্চার হওয়া শুরু হবে দক্ষিণবঙ্গে।জলীয় বাষ্পের পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখারও প্রভাব পড়তে চলেছে বাংলায়। তার ফলে বুধবার থেকে শুরু হয়ে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি চলতে পারে টানা তিন দিন। 

৩/ কর্নাটকের মুখ্যমন্ত্রী কে? ২-৩ দিনে জানাবে কংগ্রেস 

কর্নাটকে জয় এসেছে মসৃণ পথে। তবে সরকার গড়ার পথে সামনে যে অনেকগুলো কাঁটা আছে, সে সম্পর্কে অবহিত রয়েছেন কংগ্রেস নেতৃত্বও। বহু দাবিদারের মধ্যে দক্ষিণের এই রাজ্যে মুখ্যমন্ত্রী বেছে নিতে রবিবারই নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছে হাত শিবির। মুখ্যমন্ত্রী বাছাইয়ে হাইকম্যান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত— এই মর্মে একটি প্রস্তাব পাশ করানো হতে পারে এই বৈঠকে। তবে দলে সম্ভাব্য মতবিরোধ রুখতে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক দলীয় নেতা হিসাবে কাকে দেখতে চাইছেন, সে সম্পর্কেও একটা ধারণা পেতে চাইছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। 

৪/ গেরুয়া অযোধ্যায় বড় জয় সুলতানের 

রামচন্দ্রের অযোধ্যায় পুরভোটে একটি ওয়ার্ডে বিপুল ভোট পেয়ে জিতলেন এক মুসলিম তরুণ। তাঁর নাম সুলতান আনসারি। তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন অযোধ্যার রাম অভিরাম দাস ওয়ার্ডে। হিন্দুপ্রধান সেই ওয়ার্ডে সুলতানের জয়ে খুশি হিন্দু, মুসলিম সবাই। 

৫/ মা উড়ালপুলে রাস্তা সারাতে ম্যাস্টিকের বিকল্পের খোঁজ 

প্রকাশ্য রাস্তায় কিংবা জনবসতিপূর্ণ এলাকায় ম্যাস্টিক অ্যাসফল্ট তৈরি করা যাবে না। জাতীয় পরিবেশ আদালতের এমনই নির্দেশ। আবার ম্যাস্টিক অ্যাসফল্ট ছাড়া রাস্তা তৈরি হবে না। এমনই পরিস্থিতির মধ্যে পড়ে মা উড়ালপুলের রাস্তা মেরামতির কাজ কী ভাবে হবে, তা নিয়েই চিন্তায় কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি 

৬/ মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা সিবিআইয়ের  

এ বার নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সোজা মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা দিল সিবিআই। রবিবার দুপুরে বেশ কয়েক জন সিবিআই আধিকারিক সল্টলেকের নিবেদিতা ভবনে পর্ষদের অফিসে অভিযান চালান। সিবিআই সূত্রে খবর, শিক্ষক এবং গ্রুপ ডি পদে নিয়োগের অস্বচ্ছতার অভিযোগে যে মামলা চলছে আদালতে, তারই তদন্তে গোয়েন্দাদের এই অভিযান। 

৭/ ঘূর্ণিঝড় মোকার তাণ্ডবে তছনছ বাংলাদেশের সেন্ট মার্টিন 

প্রবল মারাত্মক ঘূর্ণিঝড় মোকার তাণ্ডবে বাংলাদেশে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ভেঙে পড়েছে বহু গাছ। সমুদ্রের জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে গিয়েছে কয়েকটি গ্রাম। বাংলাদেশের আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দুপুর আড়াইটের সময় সেন্ট মার্টিন দ্বীপে ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১৪৭ কিমি। 

৮/ আইপিএলের প্লে-অফে ওঠার দৌড়ে থাকলেন বিরাটরা

রাজস্থান রয়্যালসকে ১১২ রানে উড়িয়ে দিয়ে আইপিএলের প্লে-অফে ওঠার দৌড়ে টিকে রইল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলিদের দল এখন ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে। রাজস্থানকে নেট রানরেটেও পিছনে ফেলে দিল তারা। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থান ষষ্ঠ স্থানে। তাদের নেট রানরেট ০.১৪০। বেঙ্গালুরুর নেট রানরেট ০.১৬৬। 

৯/ এশিয়া কাপ নিয়ে তিক্ততার মাঝেই ভারতে খেলতে আসছে পাকিস্তান 

এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে যাবে কি না বা বিশ্বকাপে খেলতে ভারতে পাকিস্তান আসবে কিনা, তাই নিয়ে অনেক জল্পনাই চলছে গত কয়েক দিন ধরে। তার ফাঁকেই ভারতে ফুটবল খেলতে আসছে পাকিস্তান দল। ভিসা-সহ প্রয়োজনীয় অনুমতি এখনও মেলেনি।তবে সুত্রের খবর সে সব জটিলতা কাটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বেঙ্গালুরুতে পাকিস্তানের আসতে আর কোনও অসুবিধা নেই। 

১০/ হাসপাতাল থেকে ছাড়া পেলেন পাপন 

দিন কয়েক আগেই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় গায়ক অঙ্গরাগ মহন্ত। যদিও লোকমুখে পাপন বলেই পরিচিত তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে ছবি দেন গায়ক। সঙ্গে ছিল তাঁর পুত্র পুহর। প্রায় তিন দিন হাসাপাতালে থাকার পর ছাড়া পেলেন গায়ক।বাইরের খাবারে রয়েছে নিষেধাজ্ঞা। তাই চাল-ডালের খিচুড়ি খেয়ে দিন কাটছে বলেই জানান গায়ক।

You might also like!