Country

21 hours ago

Chhattisgarh : রায়গড়ে একাধিক প্রকল্পের সূচনা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

Vishnu Deo Sai
Vishnu Deo Sai

 

রায়গড়, ৩ ডিসেম্বর  : মঙ্গলবার রায়গড়ে নালন্দা কমপ্লেক্সের ভুমিপুজো ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের। নালন্দা কমপ্লেক্স ভবিষ্যতে রায়গড়ের সবচেয়ে বড় কমপ্লেক্স হতে চলেছে। যা রায়গড়ের যুব সমাজের কাছে বড় উপহার।

মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই রায়গড়ের বাসিন্দাদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন। তার মধ্যে কিছু প্রকল্পের তিনি শিলান্যাস করবেন ও কিছু প্রকল্পর উদ্বোধন করবেন এদিন।

You might also like!