Country

1 year ago

Varsha Raut appear before ED : ইডি-র সমনে সাড়া, জমি দুর্নীতিতে হাজিরা সঞ্জয়ের স্ত্রী বর্ষার

Varsha Raut appear before ED
Varsha Raut appear before ED

 

মুম্বই, ৬ আগস্ট : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমনে সাড়া দিয়েছেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউত। পাত্র চাওল জমি দুর্নীতি-কাণ্ডে শনিবার ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন বর্ষা। সূত্রের খবর, জমি দুর্নীতি মামলায় বর্ষাকে জিজ্ঞাসাবাদ করবেন ইডি-র তদন্তকারী অফিসাররা। শনিবার সকালেই ইডি-র মুখোমুখি হয়েছেন বর্ষা। ৬ আগস্ট, শনিবার মুম্বইয়ে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বর্ষাকে। সেই মতো এদিন ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন তিনি। এর আগেও বার বার এই আবাসন দুর্নীতি মামলায় বর্ষার নাম উঠেছে। মুম্বইয়ের গোরেগাঁওতে পাত্র চাওল বস্তির পুনর্গঠন নিয়ে এক হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। এই সূত্রে চার মাস আগে বর্ষা এবং সঞ্জয়ের দুই সহযোগীর ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তার মধ্যে বর্ষা রাউতের দাদরের ফ্ল্যাটও রয়েছে। পাশাপাশি আলিবাগের আটটি প্লট বাজেয়াপ্ত করা হয়েছে। ওগুলির মালিক বর্ষা এবং স্বপ্না পাটকর। এই স্বপ্না হলেন সঞ্জয়ের ঘনিষ্ঠ সহযোগী সুজিত পাটকরের স্ত্রী। এই দুর্নীতি মামলায় এখন সাক্ষী হয়েছেন স্বপ্না। গত মাসে স্বপ্না অভিযোগ করেছেন, তাঁকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, জমি দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে প্রথম থেকেই দাবি করছেন সঞ্জয়। তাঁকে গ্রেফতারের নেপথ্যেও রয়েছে রাজনীতি, অভিযোগ উদ্ধব-ঘনিষ্ঠ এই নেতার। বৃহস্পতিবারই সঞ্জয়ের ইডি-র হেফাজতের মেয়াদ বাড়িয়েছে মুম্বইয়ের বিশেষ আদালত। ৮ আগস্ট পর্যন্ত ইডি-র হেফাজতে থাকবেন শিবসেনা সাংসদ।

You might also like!