শ্রীনগর, ৫ অক্টোবর : জম্মু ও কাশ্মীরে আবারও জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিল সেনাবাহিনী ও পুলিশ। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কুপওয়ারা হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল এক দল জঙ্গি। গোপন সূত্রে সুরক্ষা বাহিনীর কাছে খবর আসে কুপওয়ারার গুগলধর হয়ে জঙ্গিরা ঢোকার চেষ্টা করছে। সেই খবর পাওয়ার পরই পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে যায় সেনা। যৌথবাহিনী গুগলধরে অভিযানে যেতেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এক দল জঙ্গি। তারা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢোকার চেষ্টা করছিল। প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক ছিল তাদের কাছে। জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিতে পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে বেশ কিছু ক্ষণ। সেই সংঘর্ষেই দুই জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে শনিবার সকালে জানানো হয়েছে, সুরক্ষা বাহিনী রুখে দাঁড়াতেই পিছু হটে জঙ্গিরা। দুই জঙ্গির মৃত্যু হলেও বাকিরা পালিয়ে যায়। নিহত দুই জঙ্গির কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র, প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।