Country

4 months ago

Uttar Pradesh:বাহরাইচে এখনও অধরা মানুষখেকো দুই নেকড়ে, হন্যে হয়ে খুঁজছে বন দফতর

wolves
wolves

 

বাহরাইচ, ৪ সেপ্টেম্বর : মানুষখেকো নেকড়েকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না। আতঙ্কে ঘুম উড়েছে উত্তর প্রদেশের বহরাইচের বাসিন্দাদের। চারটে নেকড়ে ধরা পড়লেও এখনও দু’টি তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ড্রোনে নজরদারি, টোপ সাজিয়েও বাগে আনা যায়নি। সেই দু'টি মানুষখেকো নেকড়েকে ধরতে হন্যে হয়ে খুঁজছে বন দফতর।

অনুসন্ধান অভিযান সম্পর্কে বন বিভাগের মহাব্যবস্থাপক সঞ্জয় পাঠক বলেছেন, "আমরা নেকড়েদের সন্ধান করছি। কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অনুসন্ধান অভিযানে ড্রোনও ব্যবহার করা হচ্ছে।" উত্তর প্রদেশের বন দফতর দাবি করেছে, মূলত ৬টি নেকড়েই প্রথম থেকে নরহত্যা করছে। তাদের মধ্যে চারটি ধরা পড়েছে। বাকি দু’টি এখনও অধরা। উপায়ন্তর না পেয়ে তাই ‘দেখামাত্রই গুলি চালানো’র নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার।


You might also like!