নয়াদিল্লি, ২২ মে : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জামিন দিল না সুপ্রিম কোর্ট। হেমন্তের আইনজীবী কপিল সিব্বলের সওয়ালে সন্তুষ্ট হয়নি শীর্ষ আদালত। বুধবার হেমন্ত সোরেনের আবেদন শুনতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।
এদিন শুনানিতে হেমন্তের আইনজীবী কপিল সিব্বল বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে জমি দুর্নীতি মামলা সম্পূর্ণ সাজানো। ওই জমি হেমন্তের দখলে ছিল না। তবে, এই সওয়ালে সন্তুষ্ট হয়নি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের অসন্তোষের পর অন্তর্বর্তী জামিনের আবেদন ফেরত নেন হেমন্ত সোরেন।