Country

4 months ago

Tanker caught fire in Bihar : বুদ্ধগয়ায় উল্টে গিয়ে আগুনে পুড়লো ট্যাঙ্কার, হতাহতের খবর নেই

Tanker fire (symbolic pictue)
Tanker fire (symbolic pictue)

 

বুদ্ধগয়া, ৫ সেপ্টেম্বর : বিহারের বুদ্ধগয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ইথাইল অ্যালকোহল বহনকারী একটি ট্যাঙ্কার। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বুদ্ধগয়ায় ৮৩ নম্বর জাতীয় সড়কের ওপর। উল্টে যাওয়ার পর ওই ট্যাঙ্কারে আগুন ধরে যায়, আগুনের লেলিহান শিখায় পুরো ট্যাঙ্কারটি পুড়ে গিয়েছে। দমকল অফিসার সঞ্জয় কুমার বলেছেন, "আমরা একটি ট্যাঙ্কার উল্টে যাওয়ার খবর পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি আগুন জ্বলছে। ট্যাঙ্কারে ব্যাপক পরিমাণে আগুন লেগেছিল, কিন্তু আমরা এখন তা নিয়ন্ত্রণে এনেছি।

You might also like!