Country

4 months ago

Restoration of railway line : বৃষ্টিতে ভেসে গিয়েছে রেললাইন, মাহাবুবাবাদে পুরোদমে চলছে মেরামতের কাজ

Mahabubabad railway line restoration (symbolic picture)
Mahabubabad railway line restoration (symbolic picture)

 

মাহাবুবাবাদ, ২ সেপ্টেম্বর : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তেলেঙ্গানার বিভিন্ন প্রান্ত। ভারী বৃষ্টিতে রবিবার তেলেঙ্গানার মাহাবুবাবাদে, ইন্তাকানে স্টেশনের কাছে কেসামুদ্রম ও ইন্তাকানেকে সংযোগকারী রেললাইন ভেসে যায়। বৃষ্টি এখনই সেভাবে থামেনি, এই পরিস্থিতিতেই সেখানে চলছে রেললাইন মেরামতের কাজ। সোমবার সকালে রেলের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে রেললাইন মেরামতের কাজ খতিয়ে দেখেন।

এদিকে, দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টি ও রেললাইনে জল জমে থাকার কারণে, বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে ০৭৪৬৪ বিজওয়াড়া-গুন্টুর, ০৭৪৬৫ গুন্টুর-বিজওয়াড়া, ০৭৭৫৪ ডোরনাকাল-কাজিপেট প্রভৃতি।

You might also like!