Country

4 months ago

Gujarat: গুজরাটে এখনই থামবে না বর্ষণ, সমগ্র দেশেই অব্যাহত থাকবে বৃষ্টিপাত

Rains will not stop in Gujarat now
Rains will not stop in Gujarat now

 

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : গুজরাটে বৃষ্টি থামার এখনই কোনও লক্ষণ নেই, আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে গুজরাটের বিভিন্ন অংশে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, ৪ সেপ্টেম্বর সৌরাষ্ট্র, কচ্ছ-সহ গুজরাটের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হবে। ৫ ও ৬ সেপ্টেম্বরও গুজরাটে অব্যাহত থাকবে বৃষ্টিপাত।

দেশের বিভিন্ন রাজ্যেও চলবে বৃষ্টিপাত। উত্তরাখণ্ড, রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ ও মধ্য মহারাষ্ট্র, গোয়া ও ওডিশার বিভিন্ন অংশে ৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হবে। ৬ সেপ্টেম্বরও দেশের এই অংশে ভারী বৃষ্টি প্রত্যাশিত। এরপর ৭ ও ৮ সেপ্টেম্বর উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন ও গোয়া এবং ছত্তিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


You might also like!