Country

4 months ago

PM: এখন ভারতের কৌশল সমস্ত দেশের সঙ্গে সমান ঘনিষ্ঠতা বজায় রাখা : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

ওয়ারশ, ২২ আগস্ট : সমস্ত দেশের সঙ্গে সমান ঘনিষ্ঠতা বজায় রাখা এই মুহূর্তে ভারতের কৌশল। পোল্যান্ডে বসবাসরত প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "ভারত ও পোল্যান্ড একটি সামাজিক নিরাপত্তা চুক্তিতে সম্মত হয়েছে। ভারতের দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী, ভারতের সংস্কৃতি বৈশ্বিক। আমাদের পূর্বপুরুষেরা আমাদের 'বসুধৈব কুটুম্বকম' মন্ত্র দিয়েছিলেন, আমরা সমগ্র বিশ্বকে একটি পরিবার হিসেবে বিবেচনা করি।"

ভারতীয় সময় অনুযায়ী, বুধবার রাতে পোল্যান্ডের ওয়ারশে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, "পোল্যান্ডের এক-তৃতীয়াংশ জনসংখ্যার সমান মানুষ, প্রতিদিন ভারতে মেট্রোতে ভ্রমণ করে। ২০২৩ সালে বিশ্বব্যাপী প্রবৃদ্ধিতে ভারতের অবদান ছিল ১৬ শতাংশের বেশি...ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে খুব বেশি দূরে নয়।" প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "গত দশকে, ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ৯৪০ মিলিয়নেরও বেশি হয়ে গিয়েছে, যা ইউরোপ এবং আমেরিকার জনসংখ্যা... ২ বছরের মধ্যে, আমরা ৫জি নেটওয়ার্ক ভারতের প্রতিটি জেলায় পৌঁছে দিয়েছি। এখন, আমরা কাজ করছি 'মেড ইন ইন্ডিয়া' ৬জি নেটওয়ার্কে।"

You might also like!