Country

5 days ago

NF Rail : অসমে ১৫ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা, প্রার্থীদের জন্য ১২ জোড়া ‘পরীক্ষা স্পেশাল’ চালাবে এনএফ রেল

NF Rail
NF Rail

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  আগামী ১৫ সেপ্টেম্বর অসমে অনুষ্ঠেয় সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অবতীর্ণকারী প্রার্থীদের সুবিধার্থে ১২ জোড়া ‘পরীক্ষা স্পেশাল’ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। পাশাপাশি গ্রেড-থ্রি এবং ফোর পরীক্ষার জন্য প্রার্থীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে দু-জোড়া নিয়মিত ট্রেনের পরিষেবা সম্প্রসারণ করারও সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ  উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্ৰেস বিবৃতিতে এ খবর জানিয়ে বলেন, ট্রেন নম্বর ০৫১৫৭ আলিপুরদুয়ার-গুয়াহাটি ১৪ সেপ্টেম্বর ১৭.০০ ঘণ্টায় আলিপুরদুয়ার থেকে রওয়ানা দিয়ে পরের দিন ০৪.৫৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫১৫৮ গুয়াহাটি-আলিপুরদুয়ার ১৫ সেপ্টেম্বর ২০.০০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওয়ানা দিয়ে পরের দিন ০৭.৩০ ঘণ্টায় আলিপুরদুয়ার পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫১৫৯ আলিপুরদুয়ার-বঙাইগাঁও ১৪ সেপ্টেম্বর ১৮.০০ ঘণ্টায় আলিপুরদুয়ার থেকে রওয়ানা দিয়ে পরের দিন ০১.০০ ঘণ্টায় বঙাইগাঁও পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫১৬০ বঙাইগাঁও-আলিপুরদুয়ার ১৫ সেপ্টেম্বর ১৮.০০ ঘণ্টায় বঙাইগাঁও থেকে রওয়ানা দিয়ে পরের দিন ০১.৪৫ ঘণ্টায় আলিপুরদুয়ার পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫১৬১ মরিয়নি-নারেঙ্গি ১৪ সেপ্টেম্বর ১৬.০০ ঘণ্টায় মরিয়নি থেকে রওয়ানা দিয়ে পরের দিন ০৪.৫৫ ঘণ্টায় নারেঙ্গি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫১৬২ নারেঙ্গি-মরিয়নি ১৫ সেপ্টেম্বর ২০.২৫ ঘণ্টায় নারেঙ্গি থেকে রওয়ানা দিয়ে পরের দিন ০৯.০০ ঘণ্টায় মরিয়নি পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫১৭৫ হয়বরগাঁও-গুয়াহাটি ১৪ সেপ্টেম্বর ২৩.৩০ ঘণ্টায় হয়বরগাঁও থেকে রওয়ানা দিয়ে পরের দিন ০৪.০০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫১৭৬ গুয়াহাটি-হয়বরগাঁও ১৫ সেপ্টেম্বর ১৯.০৫ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওয়ানা দিয়ে একইদিনে ২৩.১৫ ঘণ্টায় হয়বরগাঁও পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫১৭৯ করিমগঞ্জ-শিলচর ১৪ সেপ্টেম্বর ২০.০০ ঘণ্টায় করিমগঞ্জ থেকে রওয়ানা দিয়ে একইদিনে ২২.৩০ ঘণ্টায় শিলচর পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫১৮০ শিলচর-করিমগঞ্জ ১৫ সেপ্টেম্বর ০০.০৫ ঘণ্টায় শিলচর থেকে রওয়ানা দিয়ে একইদিনে ০২.৪০ ঘণ্টায় করিমগঞ্জ পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫১৮১ করিমগঞ্জ-শিলচর ১৫ সেপ্টেম্বর ০৪.০০ ঘণ্টায় করিমগঞ্জ থেকে রওয়ানা দিয়ে একইদিনে ০৬.৪০ ঘণ্টায় শিলচর পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫১৮২ শিলচর-করিমগঞ্জ ১৫ সেপ্টেম্বর ২১.০০ ঘণ্টায় শিলচর থেকে রওয়ানা দিয়ে একইদিনে ২৩.৪০ ঘণ্টায় করিমগঞ্জ পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫১৮৩ ডিব্রুগড়-লিডু ১৪ ও ১৫ সেপ্টেম্বর ১৮.০০ ঘণ্টায় ডিব্রুগড় থেকে রওয়ানা দিয়ে সংশ্লিষ্ট একইদিনে ২২.০০ ঘণ্টায় লিডু পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫১৮৪ লিডু-ডিব্রুগড় ১৫ ও ১৬ সেপ্টেম্বর ০৪.০০ ঘণ্টায় লিডু থেকে রওয়ানা দিয়ে সংশ্লিষ্ট একইদিনে ০৮.০০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫১৮৫ জামিরা-শিলচর ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২১.০০ ঘণ্টায় জামিরা থেকে রওয়ানা দিয়ে সংশ্লিষ্ট পরের দিনে ০০.১০ ঘণ্টায় শিলচর পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫১৮৬ শিলচর-জামিরা ১৫ ও ১৬ সেপ্টেম্বর ০১.০০ ঘণ্টায় শিলচর থেকে রওয়ানা দিয়ে সংশ্লিষ্ট একইদিনে ০৪.০০ ঘণ্টায় জামিরা পৌঁছবে।

এভাবে ট্রেন নম্বর. ০৫১৭৭ জামিরা-শিলচর ১৪ সেপ্টেম্বর ১০.০০ ঘণ্টায় জামিরা থেকে রওয়ানা দিয়ে একইদিনে ১৩.১০ ঘণ্টায় শিলচর পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫১৭৮ শিলচর-জামিরা ১৪ সেপ্টেম্বর ১৪.০০ ঘণ্টায় শিলচর থেকে রওয়ানা দিয়ে একইদিনে ১৭.১০ ঘণ্টায় জামিরা পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫১৯৭ জামিরা-শিলচর ১৪ সেপ্টেম্বর ১৮.০০ ঘণ্টায় জামিরা থেকে রওয়ানা দিয়ে একইদিনে ২১.১৫ ঘণ্টায় শিলচর পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫১৯৮ শিলচর-জামিরা ১৪ সেপ্টেম্বর ২২.০০ ঘণ্টায় শিলচর থেকে রওয়ানা দিয়ে পরের দিন ০১.১০ ঘণ্টায় জামিরা পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫১০৩ জামিরা-শিলচর ১৫ সেপ্টেম্বর ০৩.০০ ঘণ্টায় জামিরা থেকে রওয়ানা দিয়ে একইদিনে ০৬.১৫ ঘণ্টায় শিলচর পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫১০৪ শিলচর-জামিরা ১৫ সেপ্টেম্বর ১৮.০০ ঘণ্টায় শিলচর থেকে রওয়ানা দিয়ে একইদিনে ২১.১০ ঘণ্টায় জামিরা পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫১৮৭ মুর্কংসেলেক-কামাখ্যা ১৪ সেপ্টেম্বর ১৪.৩০ ঘণ্টায় মুর্কংসেলেক থেকে রওয়ানা দিয়ে পরের দিন ০৫.০০ ঘণ্টায় কামাখ্যা পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫১৮৮ কামাখ্যা-মুর্কংসেলেক ১৫ সেপ্টেম্বর ১৯.৪৫ ঘণ্টায় কামাখ্যা থেকে রওয়ানা দিয়ে পরের দিন ১০.৩০ ঘণ্টায় মুর্কংসেলেক পৌঁছবে।

ট্রেন পরিষেবা সম্প্রসারণ সম্পৰ্কে প্ৰেস বাৰ্তায় জানানো হয়েছে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৭০৩/১৫৭০৪ নিউ জলপাইগুড়ি-বঙাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস কামাখ্যা পর্যন্ত এবং ট্রেন নম্বর ০৫৮০১/০৫৮০২ নিউ বঙাইগাঁও-গুয়াহাটি-নিউ বঙাইগাঁও প্যাসেঞ্জার কোকরাঝাড় পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

ট্রেন নম্বর ১৫৭০৩ নিউ বঙাইগাঁও-কামাখ্যা ১৪ ও ১৫ সেপ্টেম্বর ১৭.১০ ঘণ্টায় বঙাইগাঁও থেকে রওয়ানা দিয়ে সংশ্লিষ্ট একই দিনে ২২.০০ ঘণ্টায় কামাখ্যা পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ১৫৭০৪ কামাখ্যা-নিউ বঙাইগাঁও ১৫ ও ১৬ সেপ্টেম্বর ০০.০৫ ঘণ্টায় কামাখ্যা থেকে রওয়ানা দিয়ে সংশ্লিষ্ট একই দিনে ০৪.৩০ ঘণ্টায় বঙাইগাঁও পৌঁছবে।

ট্রেন নম্বর. ০৫৮০২ গুয়াহাটি-কোকরাঝাড় ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২২.৩০ ঘণ্টায় নিউ বঙাইগাঁও থেকে রওয়ানা দিয়ে সংশ্লিষ্ট একই দিনে ২৩.৪৫ ঘণ্টায় কোকরাঝাড় পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫৮০১ কোকরাঝাড়-গুয়াহাটি ১৫ ও ১৬ সেপ্টেম্বর ০২.০০ ঘণ্টায় কোকরাঝাড় থেকে রওয়ানা দিয়ে সংশ্লিষ্ট একই দিনে ০৩.০০ ঘণ্টায় নিউ বঙাইগাঁও পৌঁছবে।

You might also like!