Country

1 year ago

National Highway No. 10 was closed : অবিশ্রান্ত বৃষ্টিতে পাহাড়ে ধস নেমে বিচ্ছিন্ন সিকিম, সাময়িক ভাবে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

National Highway No. 10 was temporarily closed
National Highway No. 10 was temporarily closed

 

গ্যাংটক, ২ আগস্ট  : অবিশ্রান্ত বৃষ্টিতে পাহাড়ে ধস নেমে বিচ্ছিন্ন হয়ে গেল সিকিম। কালিম্পঙের কালিঝোরার কাছে ধস নেমে মঙ্গলবার বন্ধ হয়ে গেল জাতীয় সড়কের একাংশ। এর ফলে সিকিমের সঙ্গে সমতলের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চলছে।

বিগত ২৪ ঘন্টা ধরে একটানা বৃষ্টি চলছে। তার জেরে উত্তরবঙ্গে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামছে। মঙ্গলবার সকালে কালিম্পঙের কালিঝোরার বিরিকধারায় ধস নামে। এর ফলে বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। রাস্তায় দাঁড়িয়ে পড়ে সিকিমগামী সমস্ত গাড়ি। বিরাট অংশ জুড়ে ধস নামায় তা সরাতে অনেকটা সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে। সরকারি কর্তাদের দাবি, ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যেতে পারে। এদিকে, ধসের জেরে শিলিগুড়ি থেকে সিকিমের গ্যাংটক যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা ক্রমশ বাড়ছে। যে ভাবে বৃষ্টি চলছে, তাতে আবারও ধস নামার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।

You might also like!