Country

4 months ago

Amit Shah:বানভাসি গুজরাটের একাধিক এলাকা, সাহায্যের আশ্বাস অমিত শাহের

Amit Shah
Amit Shah

 

আমেদাবাদ, ২৬ আগস্ট : ভারী বৃষ্টিপাতের কারণে গুজরাটের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সবরকম সহায়তার আশ্বাসও দিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রবল বৃষ্টিতে জলমগ্ন গুজরাটের একাধিক এলাকা। নাগাড়ে বৃষ্টিতে জল থইথই অবস্থা আমেদাবাদেও। বিশেষ করে জল জমেছে আমেদাবাদের ঘাটলরিয়া এলাকায়। জানা যাচ্ছে, জলমগ্ন হয়েছে একাধিক রাস্তা। ফলে জল জমার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। নাকাল হতে হচ্ছে পথচলতি মানুষদেরও। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু নীচু এলাকার বাড়িতেও জল ঢুকেছে। ফলে বিপর্যস্ত সাধারণ মানুষ। তবে জল সরিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন, জানা গেছে এমনটাই।

You might also like!