Country

3 days ago

Abhay Kumar:ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি মূল্যবোধের বাহক : অভয় কুমার

Abhay Kumar
Abhay Kumar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি মূল্যবোধের বাহক। এমনটাই বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পূর্ব উত্তরপ্রদেশ অঞ্চলের ধর্ম জাগরণ প্রধান অভয় কুমার ।

তিনি বলেন, এর মাধ্যমে উত্পন্ন প্রতিটি শব্দই অন্তর্নিহিত অর্থ নিয়ে পৌঁছায় তার কাছে আনন্দ নিয়ে আসে। সেজন্য আমাদের তরুণ এবং প্রাপ্তবয়স্ক সহকর্মীদের সাথে ভাষাকে মূল্যবোধের সাথে সংযুক্ত করার জন্য অবিরত প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন।

শ্রী কাশী বিশ্বনাথ ধামের ত্রিম্বকেশ্বর অডিটোরিয়ামে আয়োজিত ভাষাতাত্ত্বিক কলা সঙ্গম ২০২৪-এ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। সংঘের প্রবীণ প্রচারক অভয় কুমার বলেন, আজকের অনুষ্ঠান মূলত ভাষা, হিন্দি ভাষা নিয়ে। আপনি ভারতের যে অংশেরই হোন না কেন , আপনি আপনার বাড়িতে ভৌগলিক ভাষা ব্যবহার করতে থাকুন যে স্থানের উত্স, তাহলেই দেশ এবং আপনার ভবিষ্যত প্রজন্মের সাথে আপনার সংযোগ নিশ্চিত করা হবে। আজকের কর্মসূচির আওতায় আসুন আমরা অঙ্গীকার করি যে আমরা আমাদের আঞ্চলিক ভাষা বা উপভাষা ব্যবহার করবো। অন্যথায় এ ধরনের কর্মসূচি চলতেই থাকবে ।

You might also like!