Country

4 months ago

Virendra Sachdeva:কেজরিওয়ালের পদত্যাগ করা উচিত: বীরেন্দ্র সচদেবা

Virendra Sachdeva
Virendra Sachdeva

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল  সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। এর প্রতিক্রিয়ায় দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন যে, অরবিন্দ কেজরিওয়াল মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে তাঁর গ্রেফতার বৈধ, তার বিরুদ্ধে অভিযোগও বৈধ।

সচদেবা এও বলেছেন যে কেজরিওয়াল শর্তসাপেক্ষে জামিন পাওয়া বিশেষ কোনো বিষয় নয়, বিচার চলবে এবং শীঘ্রই তিনি সাজা পাবেন। কেজরিওয়াল এখন লালু যাদব, মধু কোডার মতো মুখ্যমন্ত্রীদের তালিকায় যোগ দিয়েছেন, তাঁরাও জামিন পেয়েছিলেন। তিনি বলেন যে, অরবিন্দ কেজরিওয়াল যে শর্তে জামিন পেয়েছেন, তাঁর মুখ্যমন্ত্রী পদে থাকার কোনও অধিকার নেই। তাঁর পদত্যাগ করা উচিত।

You might also like!