Country

4 months ago

Ladakh:লাদাখের দাবি তুলে ধরার প্রয়াস, লেহ থেকে শুরু দিল্লি চলো পদযাত্রা

The Delhi Chalo Padayatra started to draw attention to the demands of the people of Ladakh
The Delhi Chalo Padayatra started to draw attention to the demands of the people of Ladakh

 

লেহ, ৩ সেপ্টেম্বর : লাদাখের জনগণের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে শুরু হল দিল্লি চলো পদযাত্রা। মঙ্গলবার সকালে লেহ-র এনডিএস পার্ক থেকে শুরু হয়েছে দিল্লি চলো পদযাত্রা, এই পদযাত্রার আয়োজন করেছে লেহ-র এপেক্স বডি। এই পদযাত্রার মূল লক্ষ্য হল, লাদাখের জনগণের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করা। বিশেষিত উদ্ভাবক এবং শিক্ষা সংস্কারবাদী সোনম ওয়াংচুক এই আন্দোলনে যোগ দিয়েছেন। এজেন্ডার মধ্যে রয়েছে, লাদাখকে রাজ্যের মর্যাদা, একটি পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা প্রভৃতি।

সোনম ওয়াংচুক এদিন বলেছেন, "এই আন্দোলনে যোগ দিতে মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। এপেক্স বডির মতো সংগঠন আন্দোলনের আয়োজন করছে। এটা লাদাখের মানুষের জন্য, আরও বেশি লোকজনের আমাদের সঙ্গে যোগ দেওয়া উচিত। মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আন্দোলনে যোগ দিচ্ছেন প্রবীণ নাগরিক, মহিলারা। সুইজারল্যান্ডে বসবাসকারী ৯০ বছর বয়সী লাদাখের মহিলা আন্দোলনে যোগ দিতে আসছেন। জনগণ শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায় করছেন। ভারত সরকারের উচিত আনন্দের সঙ্গে দাবি পূরণ করা। লাদাখের মানুষ ভারতের সঙ্গে যুক্ত।"

You might also like!