Country

1 year ago

Heavy rainfall in MP : প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত ভোপালে, মধ্যপ্রদেশের ৩৯ জেলায় লাল সতর্কতা

Heavy rainfall in sevral parts of MP
Heavy rainfall in sevral parts of MP

 

ভোপাল, ২২ আগস্ট : অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে মধ্যপ্রদেশে। ভোপাল, উজ্জয়িনী, জব্বলপুর, রতলাম, নীমুচ ও মন্দসৌর প্রভৃতি জেলায় সোমবারও প্রবল বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে ভোপাল-সহ মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। একনাগাড়ে বৃষ্টিতে শ্লথ গতিতে চলাচল করেছে যানবাহন। মধ্যপ্রদেশের প্রায় ৩৯টি জেলায় জারি রয়েছে ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা।

আবহাওয়া দফতর জানিয়েছে, ভোপাল, উজ্জয়িনী, জব্বলপুর, রতলাম, নীমুচ ও মন্দসৌর-সহ রাজ্যের ৩৯টি জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। ইন্দোর, গোয়ালিয়র, ধর এবং খারগোন-সহ ১২টি জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন ভোপালে রয়েছেন, এদিন অমিত শাহের পৌরহিত্যে ৪টি রাজ্যের সেন্ট্রাল জোন কাউন্সিলের বৈঠক (ছত্তিশগড়, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ড) হওয়ার কথা ছিল, খারাপ আবহাওয়া কারণে সেই বৈঠক হবে ভার্চুয়ালি।


You might also like!