Country

6 days ago

Devastating fire at a godown in Navi Mumbai:নভি মুম্বইয়ের গোডাউনে বিধ্বংসী আগুন

Devastating fire at a godown in Navi Mumbai
Devastating fire at a godown in Navi Mumbai

 

মুম্বই, ২১ জুন : সাতসকালে বিধ্বংসী আগুন নভি মুম্বইয়ের তালোজা এলাকায়। জানা যাচ্ছে, শুক্রবার এখানের একটি স্ক্র্যাপ গোডাউন থেকে আগুন বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। হতাহতের কোনও খবর নেই।

জানা গেছে, গোডাউনে দাহ্য পদার্থ বেশি থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোডাউনে আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। এই অগ্নিকাণ্ডের জেরে তীব্র যানজট সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কীভাবে আগুন লাগল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দমকল দফতরের তরফে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনার তদন্ত হবে।


You might also like!