Country

2 weeks ago

Rajasthan: রাজস্থান বিধানসভা উপনির্বাচনে ৭টি আসনেই প্রার্থী ঘোষণা কংগ্রেসের

Congress
Congress

 

নয়াদিল্লি, ২৪ অক্টোবর : কংগ্রেস বুধবার রাতে রাজস্থানের ৭টি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। দল ঝুনঝুনু থেকে অমিত ওলা, রামগড় থেকে আরিয়ান জুবের, দৌসা থেকে দীনদয়াল বৈরওয়া, দেওলি-উনিয়ারা থেকে কস্তুর চাঁদ মীনা, খিনোসার থেকে রতন চৌধুরী, সালুম্বর থেকে রেশমা মীনা এবং চৌরাসি থেকে মহেশ রোটকে মনোনয়ন দিয়েছে। উল্লেখ্য, অমিত ওলা সাংসদ ব্রিজেন্দ্র সিং ওলার ছেলে। আরিয়ান জুবের প্রাক্তন বিধায়ক প্রয়াত জুবের খানের ছেলে।

You might also like!