Country

1 month ago

Chattisgarh CM on naxalism:আইইডি বিস্ফোরণে শহীদের প্রতি শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, সাই বললেন নকশালবাদের অবসান করবই

Chattisgarh CM on naxalism
Chattisgarh CM on naxalism

 

রায়পুর, ১৯ জুলাই: ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় সম্প্রতি আইইডি বিস্ফোরণে শহীদ হয়েছেন দু'জন এসটিএফ জওয়ান। তাঁদের মধ্যে একজন ছিলেন ভরত লাল সাহু, শুক্রবার সকালে ওই জওয়ানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। একইসঙ্গে জানিয়ে দিয়েছেন, "নকশালবাদের অবসান আমরা করবই।"

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই শহীদ জওয়ান ভরত লাল সাহুর কফিনবন্দি দেহ কাঁধে নেন। শ্রদ্ধা নিবেদন করার পর মুখ্যমন্ত্রী বলেছেন, "আমরা ভরত লাল সাহুকে শ্রদ্ধা জানিয়েছি, যিনি বিজাপুর জেলায় আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। চারজন আহত জওয়ান বিপদমুক্ত। আমরা ক্ষমতায় আসার পর থেকে নকশালবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করছি, আমরা নকশালবাদের অবসান করব।"


You might also like!