Game

3 months ago

ICC world cricket : আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ, সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব

Jai Shah (symbolic picture)
Jai Shah (symbolic picture)

 

কলকাতা, ২৮ আগস্ট : জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান হলেন মাত্র ৩৫ বছর বয়সে! বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হচ্ছেন তিনি। আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের কাজ শুরু করবেন জয় শাহ। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ। তাঁর আগে এই দায়িত্ব পালন করেছেন জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর।

আইসিসি চেয়ারম্যান হওয়ার আগে: ২০০৯ সালে গুজরাটের ক্রিকেট সংগঠক হিসেবে কেরিয়ার শুরু করেন জয় শাহ। ২০১৯ সালে বিসিসিআইয়ের সেক্রেটারি পদে বসেন তিনি।

২০২২ সালে আবার এই পদে পুনরায় নির্বাচিত হন তিনি। ২০২৫ সাল পর্যন্ত বিসিসিআই পদে থাকার কথা তার। তবে আইসিসির দায়িত্ব নেওয়ার জন্য তাঁকে বিসিসিআইয়ের পদ ছাড়তে হচ্ছে।  বিসিসিআইয়ের পদ ছাড়া ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন জয় শাহ। এছাড়া আইসিসির চেয়ারম্যান হওয়ার আগে ২০২২ সাল থেকে বার্কলের অধীনে আইসিসির গুরুত্বপূর্ণ ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটিতে ছিলেন জয় শাহ।

You might also like!