Country

4 months ago

Maharashtra Shivaji Statue:ছত্রপতি শিবাজীর মূর্তি ভাঙার প্রতিবাদে মুম্বইয়ে বিক্ষোভ মিছিল উদ্ধব, শরদ পাওয়ারদের

Maharashtra Shivaji Statue
Maharashtra Shivaji Statue

 

মুম্বই, ১ সেপ্টেম্বর : গতবছর রাজকোট দুর্গে ৩৫ ফুট লম্বা ছত্রপতি শিবাজির মূর্তির উন্মোচন হয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সম্প্রতি ভেঙে পড়েছে সেই মূর্তি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা মহারাষ্ট্রে। অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে মূর্তি তৈরি করাতেই এই বিপত্তি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ইতিমধ্যেই জায়গায় জায়গায় প্রতিবাদে সামিল হয়েছে।

রবিবার সকালে মহারাষ্ট্রের মহা বিকাশ আঘারি জোট ছত্রপতি শিবাজীর মূর্তি ভেঙে পড়ার ঘটনার প্রতিবাদে মুম্বইয়ের হুতাত্মা চক থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করে। এনসিপি-এসসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্র কংগ্রেসের নানা পাটোলে-সহ বিভিন্ন দলের নেতারাও এই মিছিলে যোগ দেন।

You might also like!