নয়াদিল্লি, ৫ জুন : বিমানে বোমাতঙ্কের ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েই চলেছে, ফের বিমানে বোমাতঙ্ক! এবার দিল্লি থেকে টরোন্টোগামী এয়ার কানাডার বিমানে বোমাতঙ্ক! মঙ্গলবার রাতে এয়ার কানাডার একটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। জোরদার তল্লাশি চালানো হয়, কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি ওই বিমানে।
দিল্লি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার, ৪ জুন রাত ১০.৫০ মিনিট নাগাদ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড একটি ইমেল পায়, বিমানটি দিল্লি থেকে টরোন্টো যাওয়ার কথা ছিল। হুমকি ইমেল পাওয়ার পর ওই বিমানে জোরদার তল্লাশি চালানো হয়। কিন্তু, তল্লাশিতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।