চেন্নাই, ২৭ জুলাই : কেন্দ্রীয় বাজেটে এবার বঞ্চনার অভিযোগ আনলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আর সেই কারণেই নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে স্ট্যালিন বলেছেন, "কেন্দ্রের বিজেপি সরকার তামিলনাড়ুকে ক্রমাগত অবহেলা করছে।"
এক ভিডিও বার্তায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, "কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, তা তামিলনাড়ু এবং বিজেপিকে বয়কট করা লোকজনের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কাজ বলে মনে হচ্ছে। যারা ইন্ডিয়া জোটকে ভোট দিয়েছে তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তিনি একটি বাজেট তৈরি করেছেন। কেন্দ্রের বিজেপি সরকার তামিলনাড়ুকে ক্রমাগত অবহেলা করছে।"