Country

1 year ago

Ramdev: মহিলাদের পোশাক নিয়ে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন বাবা রামদেব

Baba Ramdev apologized for his statement on women's clothing
Baba Ramdev apologized for his statement on women's clothing

 

মুম্বই, ২৮ নভেম্বর : মহিলাদের পোশাক নিয়ে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন যোগগুরু বাবা রামদেব। তিনি মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনে তাঁর লিখিত ক্ষমা চেয়ে পাঠিয়েছেন। মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন রূপালী চাকাঙ্কর সোমবার সকালে সাংবাদিকদের একথা জানিয়েছেন।

রূপালী চাকাঙ্কর বলেন, বাবা রামদেব থানে একটি অনুষ্ঠানে মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন। বাবা রামদেব বলেছিলেন- 'মহিলাদের শাড়িতে সুন্দর দেখায়। সালোয়ার স্যুটে ভালো লাগে। আমার দৃষ্টিতে, সে কিছু না পরলেও তাকে সুন্দর দেখায়। উল্লেখ্য, এই বক্তব্যের পরই তোলপাড় শুরু হয়। কমিশন বাবা রামদেবকে দুদিনের মধ্যে লিখিত ক্ষমা চেয়ে নোটিশ জারি করেছিল।

You might also like!