Country

1 week ago

Arunachal Pradesh:অরুণাচল প্রদেশ : ১১ মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পেমা খান্ডু

Pema Khandu took oath as chief minister along with 11 ministers
Pema Khandu took oath as chief minister along with 11 ministers

 

ইটানগর, ১৩ জুন  : ১১ জন মন্ত্রীকে নিয়ে তৃতীয়বারের মতো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন পেমা খান্ডু। এছাড়া উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন চাওনা মেইনও। রাজধানী ইটানগরে অবস্থিত দর্জি খান্ডু কনভেনশন সেন্টারে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সপার্ষদ মুখ্যমন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) কে টি পার্নায়েক।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, তিন মুখ্যমন্ত্রী যথাক্রমে অসমের ড. হিমন্তবিশ্ব শর্মা, মণিপুরের নংথমবাম বীরেন সিংহ, সিকিমের প্রেমসিং তামাং, রাজ্যের নির্বাচনী প্রভারী তথা অসমের পরিষদীয় মন্ত্রী অশোক সিংহল, বিজেপির প্রদেশ সভাপতি বিউরাম ওয়াহেগে, বিজেপির সব বিধায়ক সহ অসংখ্য দলীয় প্রদেশস্তরের শীর্য নেতা ও কাৰ্যকৰ্তা।


You might also like!