Country

1 year ago

Anil Deshmukh : অনিল দেশমুখের জামিন আবেদনের শুনানি ২ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে গেল বোম্বে হাইকোর্টে

Anil Deshmukh
Anil Deshmukh

 

মুম্বই, ২৯ নভেম্বর : সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) দায়ের করা ১০০ কোটি টাকার তোলাবাজির মামলায় মঙ্গলবার বম্বে হাইকোর্ট মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখের দায়ের করা জামিন আবেদনের শুনানি ২ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে।

সিবিআই আদালতের কাছে সময় চেয়েছিল কারণ সহকারী সলিসিটর জেনারেল অনিল সিং অসুস্থতার কারণে এদিন আদালতে উপস্থিত ছিলেন না। একটি বিশেষ সিবিআই আদালত গত ২১ অক্টোবর দেশমুখের জামিনের আবেদন খারিজ করে।এরপর মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ২৬ অক্টোবর এই মামলায় জামিনের জন্য বোম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন।

এর আগে, অনিল দেশমুখের জামিনের আবেদন খারিজ করে সিবিআই আদালত বলেছিল, এই মামলায় জামিন আবেদনের শুনানির সময় সিবিআই সাক্ষী শচীন ওয়াজের জবানবন্দি রেকর্ড করেছে। তার বিরুদ্ধে মুম্বইয়ের বার মালিকদের কাছ থেকে প্রতি মাসে অবৈধভাবে ১০০ কোটি টাকা সংগ্রহ করতে বলা হয়েছিল বলে অভিযোগ।

You might also like!