নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরমবীরচক্র জয়ী আব্দুল হামিদকে মঙ্গলবার তাঁর বলিদান দিবসে শ্রদ্ধা জানিয়েছেন। এদিন শাহ আব্দুল হামিদের আত্মত্যাগের কথা স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ লিখেছেন, আব্দুল হামিদ জি ১৯৬৫ সালের যুদ্ধে নিজের জীবনের পরোয়া না করে দৃঢ়তার সাথে শত্রুদের বিরুদ্ধে লড়াই করে শহিদ হয়েছিলেন। দেশরক্ষার জন্য জীবন উৎসর্গকারী এই সাহসী সৈনিকের কথা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।