জামনগর, ৭ ফেব্রুয়ারি: অক্লান্ত প্রচেষ্টার পর মিলল সাফল্য। গুজরাটের জামনগরে নলকূপে পড়ে যাওয়া শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার ভোরে উদ্ধার করার পর দুই বছরের ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জামনগরের গোভানা গ্রামের ঘটনা। দুই বছরের ছোট্ট শিশুটি সুস্থ হয়েছে বলে জানা গিয়েছে।
গ্রামবাসীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ গভীর নলকূপের ভিতরে পড়ে যায় দুই বছরের ওই শিশুটি। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। রাত থেকেই শুরু হয় উদ্ধারকাজ, দীর্ঘ ৯ ঘন্টার চেষ্টায় বুধবার ভোর ৪টে নাগাদ শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর শিশুটিকে জামনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।